প্রকাশিত: ৪:৫৭ পূর্বাহ্ণ, আগস্ট ১২, ২০২৫
বিনোদন ডেস্ক : কয়েক মাসের জল্পনা-কল্পনা ও রাজনৈতিক বিতর্কের পর বলিউডে ফিরছেন পাকিস্তানের অভিনেতা ফওয়াদ খান। তার অভিনীত ‘আবির গুলাল’ অবশেষে মুক্তির তারিখ পেয়েছে। রোমান্টিক ড্রামাটি ৭৫টিরও বেশি দেশে আগামী ২৯ আগস্ট মুক্তি পাবে। বিশ্বব্যাপী মুক্তি পেলেও তালিকায় ভারত নেই। খবর সামা টিভির।
প্রতিবেদনে পাকিস্তানের সম্প্রচার মাধ্যমটি জানায়, ফাওয়াদ খানের আবির গুলাল সিনেমাটি মুক্তির তারিখ ধার্য ছিল গত ৯ মে। কিন্তু গত এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক প্রাণ হারান। এরপরই পাকিস্তানি অভিনেতার সিনেমা মুক্তিতে বাধা আসে। পরে সংঘর্ষে জড়ায় দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দেশ দুটি। ফলে ভারতে পাকিস্তানি শিল্পীদের ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি হয়। এর জেরে ভারতীয় প্রযোজকরা পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীদের সিনেমা মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করতে বাধ্য হন।
দীর্ঘ দিনের বাধার অবশেষে আবির গুলাল আন্তর্জাতিকভাবে মুক্তির জন্য প্রস্তুত হয়েছে। জানা গেছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাতসহ ৭৫টিরও বেশি দেশে সিনেমাটি মুক্তি পাবে। যুক্তরাজ্যে ছবিটির পরিবেশনা করবে ইন্ডিয়ান স্টোরিজ লিমিটেড।
আরতি এস বাগাদি পরিচালিত আবির গুলাল সিনেমাতে ফাওয়াদ খানের বিপরীতে আছেন বাণী কাপুর। এছাড়াও অভিনয় করেছেন লিসা হেডন, ফরিদা জলাল, সোনি রাজদান, পরমিত সেঠি ও রাহুল ভোহরা।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest