সিলেট-জকিগঞ্জ সড়কে প্রাইভেট কার-সিএনজির সংঘর্ষে নিহত ১

প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২৫

সিলেট-জকিগঞ্জ সড়কে প্রাইভেট কার-সিএনজির সংঘর্ষে নিহত ১

5

নিউজ ডেস্ক : সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কাঠলিপুলে প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

5

 

8

তার নাম আশরাফ আহমদ (৪২)। তিনি জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের নিদনপুর গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে।

 

7

শুক্রবার (৮ আগস্ট) বিকাল ৪টার দিকে বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের কাঠলিপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

 

তারা হলেন, নিহত আশরাফের চাচাতো ভাই মৃত শিহাব উদ্দিনের স্ত্রী সিএনজি আরোহী মনোয়ারা বেগম (৪০) ও তার এক ভাই যার বয়স ৫০ বছর প্রায়।

 

আশরাফের লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছ।

 

বিষয়টি নিশ্চিত করেছেন আশরাফ আহমদের ভাতিজা ফয়ছল আহমদ। তিনি জানান, তারা চিকিৎসার জন্য সকালে সিলেট নিয়ে গিয়েছিলেন। বিকেলে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় পড়েরন। তাদের প্রথমে চারখাই এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 

 

সন্ধ্যা ৭ টার দিকে চিকিৎসকরা আশরাফ আহমদকে মৃত ঘোষণা করেন।

3

 

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান জানান, সড়ক দূর্ঘটনার পরপর তারা আহতদের হাসপাতালে পাঠিয়েছি। পরে শুনেছি তাদের একজনের মৃত্যু হয়েছে।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
5