প্রকাশিত: ১১:১২ পূর্বাহ্ণ, আগস্ট ৭, ২০২৫
নিউজ ডেস্ক :: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ‘বৃক্ষরোপণ অভিযান–২০২৫’ এর অংশ হিসেবে আজ সিলেট জেলা কার্যালয়ে এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও ভিডিপি, সিলেট রেঞ্জের উপমহাপরিচালক জনাব মোঃ জিয়াউল হাসান বিভিএমএস, পিএএমএস।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন –“বৃক্ষরোপণ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়ক নয়, এটি আমাদের প্রজন্মের জন্য, আমাদের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের জন্য একটি সবুজ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করে।”। তিনি আরো বলেন, বৃক্ষ রোপণ একটি সদগায়ে জারিয়া।
তিনি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বাহিনীর সদস্যদের বেশী বেশী গাছ রোপণের মাধ্যমে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। বৃক্ষরোপন শেষে প্রধান অতিথি সকল আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে একটি বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করেন । র্যালি শেষে তিনি সবুজ-শ্যামল ধরিত্রীকে তার চিরায়তরূপে অমলিন রাখার লক্ষ্যে আনসার ও ভিডিপি, সিলেট সদর উপজেলা কর্তৃক সিলেট সিটি কর্পোরেশন এর ৩৮ নং ওয়ার্ড এর কুমারগাওঁ পঞ্চায়েতী করবস্থান সংলগ্ন ঈদগাহ মাঠের চারপাশে বহেরা,হরিতকী, আমলকী,শিমুল,কড়ই,অর্জুন,বকুল,আম,কাঠাঁল,পেয়ারা সহ বিভিন্ন প্রজাতির ফলদ,বনজ ও ভেষজ গাছ রোপণ করা করেন।
জেলা কমান্ড্যান্ট জনাব শাওন আসাদ , সহকারী জেলা কমান্ড্যান্ট তানিয়া আক্তার, সার্কেল এডজুটেন্ট ফারুক হোসাইন, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জনাব গোলাম কিবরিয়া সহ আনসার-ভিডিপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ আনসার ও ভিডিপির বর্তমান মহাপরিচালক এর নির্দেশনা মোতাবেক এই বৃক্ষ রোপন পরিচালনা করা হয়। এর মাধ্যমে সরকার ঘোষিত পরিবেশবান্ধব নীতিমালার বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাহিনীটি।“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ১৬ জুলাই ২০২৫ তারিখে আনসার-ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুরে বাহিনীর “বৃক্ষরোপণ অভিযান–২০২৫” কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি।
এই কর্মসূচি বাস্তবায়নে দেশের প্রতিটি রেঞ্জ, ব্যাটালিয়ন, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আনসার ও ভিডিপি সদস্যরা স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে বৃক্ষরোপণকে একটি সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার লক্ষ্যে কাজ করছেন।
এই কর্মসূচির অংশ হিসেবে আজ সিলেট জেলার ১৩টি উপজেলায় সামাজিক বনায়ন গড়ে তোলার লক্ষ্যে সরকারি খাস ও পতিত জমি,মহাসড়কের পাশে, টিলা সহ বিভিন্ন উপজেলা পরিষদে প্রায় তিন হাজার বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণ করা হয়েছে।
আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, স্বাস্থ্যকর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে এই প্রচেষ্টা নিঃসন্দেহে একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest