নির্বাচন আয়োজনে ইসিতে প্রধান উপদেষ্টার চিঠি

প্রকাশিত: ১১:৫৫ পূর্বাহ্ণ, আগস্ট ৬, ২০২৫

নির্বাচন আয়োজনে ইসিতে প্রধান উপদেষ্টার চিঠি

6

নিউজ ডেস্ক : ২০২৬ সালের ফেব্রুয়ারির আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

 

3

বুধবার (৬ আগস্ট) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

 

তিনি জানান, ‘প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া প্রধান নির্বাচন কমিশনার বরাবর পাঠানো পত্রে নির্ধারিত সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের অনুরোধ জানান।’

 

7

এর আগে গতকাল (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে’ জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ভাষণে তিনি জানান, সরকার নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে নির্বাচনের প্রস্তুতির নির্দেশ দেবে। তারই ধারাবাহিকতায় আজ এই চিঠি পাঠানো হয়।

 

চিঠিতে বলা হয়, ‘বিগত ১৫ বছর ধরে নাগরিকরা ভোটাধিকার থেকে বঞ্চিত। তাই আগামীর নির্বাচন যেন এক মহা-আনন্দের উৎসবে পরিণত হয়। এমন পরিবেশ তৈরিতে সরকার বদ্ধপরিকর।’

 

5

ভোটার উপস্থিতি, সৌহার্দ্য ও প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে একটি স্মরণীয় নির্বাচন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করে সরকার নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে।

 

চিঠির শেষে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব কার্যক্রম শুরুর অনুরোধ জানানো হয়।

 

এই চিঠির মাধ্যমে নির্বাচন আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ইসিকে অনুরোধ জানানো হলো।

8

 

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
8