৩০ বছর ধরে মোদির হাতে রাখি বাঁধছেন ‘পাকিস্তানি নারী’

প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, আগস্ট ৬, ২০২৫

৩০ বছর ধরে মোদির হাতে রাখি বাঁধছেন ‘পাকিস্তানি নারী’

7

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টানা এক দশকের বেশি সময় ধরে দেশটির ক্ষমতায় রয়েছেন। হিন্দুত্ববাদী রাজনীতির মুখ হিসেবে পরিচিত হলেও ব্যক্তিগত সম্পর্কে তিনি অনেক ক্ষেত্রে আবেগপূর্ণ ও অনাড়ম্বর। তার জীবনের এমনই এক ব্যতিক্রমী সম্পর্কের নজির হয়ে রয়েছেন কোমার মহসিন শেখ। পাকিস্তান থেকে আসা এই নারী প্রায় ৩০ বছর ধরে মোদির হাতে রাখি বাঁধছেন।

6

 

কোমারের জন্ম পাকিস্তানের করাচিতে। ১৯৮১ সালে বিবাহসূত্রে ভারতে চলে আসেন এবং বর্তমানে গুজরাটের আহমেদাবাদে বসবাস করছেন। সেসময় গুজরাটের রাজ্যপাল ছিলেন স্বরূপ সিং। কোমার জানান, ভারতে পৌঁছানোর দিনই তার সঙ্গে মোদির পরিচয় ঘটে।

8

 

বিমানবন্দরে স্বরূপ সিং তাকে পরিচয় করিয়ে দেন মোদির সঙ্গে এবং বলেন, কোমার তার মেয়ের মতো। তখনই মোদি বলেন, ‘তাহলে কোমার তো আমার বোন’। সেখান থেকেই শুরু হয় এই সম্পর্কের সূচনা।

 

ইন্ডিয়া টুডে ও পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, কোমার জানান, তিনি প্রতি বছর নিজ হাতে মোদির জন্য রাখি তৈরি করেন। তার বানানো রাখির গায়ে থাকে ‘ওঁম’ চিহ্ন এবং বসানো থাকে ছোট্ট গণেশ প্রতিকৃতি।

 

মোদির হাতে রাখি পরাচ্ছেন তার ‘পাকিস্তানি বোন’। ছবি- সংগৃহীত

 

6

সাধারণ দোকান থেকে কিছু না কিনে তিনি নিজেই কার্ড লেখেন এবং গুজরাটি ভাষায় তা হাতে লিখে দেন। কোমার বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি আমার হাতে তৈরি রাখিই সবচেয়ে পছন্দ করেন।’

 

প্রতিবার রাখি উৎসবের আগে তিনি অন্তত চার-পাঁচটি রাখি বানান, যেটি সবচেয়ে সুন্দর ও অর্থবহ মনে হয় সেটিই মোদির হাতে পরান। এ বছরও তিনি প্রস্তুত, মোদি ডাক পাঠালে রাখি পরাতে যাবেন বলে জানান তিনি।

 

কোমার মহসিন শেখ জানান, মোদির সঙ্গে তার রাখির সম্পর্ক শুরু হয়েছিল তখন, যখন তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সদস্য ছিলেন। এরপর মোদি গুজরাটের মুখ্যমন্ত্রী এবং পরবর্তীতে দেশের প্রধানমন্ত্রী হলেও সেই সম্পর্কের ধারাবাহিকতা অটুট থেকেছে।

7

 

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
6