প্রকাশিত: ৭:২৮ পূর্বাহ্ণ, জুলাই ২৫, ২০২৫
নিজস্ব সংবাদদাতাঃ সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নির্বাহী অফিসার ঊর্মি রায় মাদকদ্রব্য বিক্রি ও মাদকাসক্তদের সংখ্যা বৃদ্ধি রোধকল্পে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে উপজেলাপর্যায়ে আরো তৎপর হওয়া প্রয়োজন বলে মত প্রকাশ করেছেন। তিনি বলেন, এ বিষয়ে আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে কঠোর ব্যবস্থা নেয়ার চেষ্টা করবো। তিনি দক্ষিণ সুরমা উপজেলাকে মাদকমুক্ত রাখতে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীকে আরো কঠোর হওয়ার পাশাপাশি জনগণকে এদের প্রতিরোধে আরো সচেতন হওয়ার আহবান জানান।
গত ২৪ জুলাই বৃহস্পতিবার দুপুরে উপজেলা কনফারেন্স হলে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির নিয়মিত সভায় সভাপতির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। সভায় অন্যদের মধ্যে অংশ নেন মোগলাবাজার ইউপি চেয়ারম্যান মোঃ ফখরুল ইসলাম শায়েস্তা, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, মোগলাবাজার থানার ওসি খন্দকার মুস্তাফিজুর রহমান, দক্ষিণ সুরমা থানার ওসি (তদন্ত)মারফত আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খোদেজা খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আয়েশা আক্তার বৃষ্টি, সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর আলম মুসিক, দক্ষিণ সুরমা উপজেলা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার রীমা দাশ, দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিস অফিসের পক্ষে ওয়ারহাউজ ইন্সপেক্টর টিটন সিকদার, এভিসিবি-৩-এর উপজেলা সমন্বয়কারী মোছাঃ মরিয়ম সুলতানা, উপজেলা ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ আব্দুল আজিজ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার প্রতিনিধিসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা।
সভায় বক্তারা সাম্প্রতিক মারাত্মক আকারের বিদ্যুৎ বিভ্রাট নিয়ে চরম উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন। ক্ষোভ প্রশমনের আহবান জানিয়ে ইউএনও ঊর্মি রায় বলেন, নিঃসন্দেহে যৌক্তিক কারণেই হয়তো এই বিভ্রাট হচ্ছে। পরিস্থিতির উন্নয়নে তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের স্থানীয় উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
সাম্প্রতিক সময়ে মোটরসাইকেল চুরি বেড়ে যাওয়ায় সভায় উদ্বেগ প্রকাশ করে তা প্রতিরোধে আলোচনা হয়। সভায় সিলেটে মাদক পরিবহন, চুরি-ছিনতাই-রাহাজানীতে নাম্বারপ্লেটবিহীন সিএনজিচালিত অবৈধ অটোরিক্সার সম্পৃক্ততার বিষয়ে আবারোও আলোচনা হলে উভয় থানার ওসি এ ব্যাপারে কঠোর অভিযান চলমান রয়েছে মর্মে আশ্বাস প্রদান করেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest