প্রকাশিত: ৯:১৩ পূর্বাহ্ণ, জুলাই ২৪, ২০২৫
নিউজ ডেস্ক : গ্রেপ্তার কার্যক্রমে সচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ফৌজদারি কার্যবিধিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংশোধন আনা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
নতুন বিধান অনুযায়ী, গ্রেপ্তার করতে হলে পরিচয় স্পষ্ট থাকতে হবে, আইডি কার্ড দেখাতে হবে এবং গ্রেপ্তারের বিস্তারিত তথ্য লিখিতভাবে সংরক্ষণ করতে হবে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।
আসিফ নজরুল বলেন, ‘গ্রেপ্তারের সময় পুলিশের ইউনিফর্মে নামফলক ও আইডি কার্ড থাকতে হবে। গ্রেপ্তার হওয়া ব্যক্তি চাইলে সঙ্গে সঙ্গে সেই আইডি কার্ড দেখাতে হবে। এ নিয়ম এখন বাধ্যতামূলক।’
তিনি আরও জানান, থানায় আনার পর ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার হওয়া ব্যক্তির স্বজন, বন্ধু বা আইনজীবীকে অবহিত করতে হবে।
একই সঙ্গে গ্রেপ্তার সংক্রান্ত প্রতিটি ঘটনায় একটি মেমোরেন্ডাম অব অ্যারেস্ট সংরক্ষণ করতে হবে, যেখানে গ্রেপ্তারকারী সংস্থার নাম, কর্মকর্তার পরিচয়, অভিযোগের বিবরণ এবং কোন আইনে গ্রেপ্তার করা হয়েছে এসব স্পষ্টভাবে উল্লেখ থাকবে।
আইন উপদেষ্টা বলেন, ‘পূর্বে বিভিন্ন সংস্থা গ্রেপ্তার করেও দায়িত্ব অস্বীকার করত। আমরা এখন বলেছি, যেই সংস্থা গ্রেপ্তার করুক না কেন, গ্রেপ্তারকৃত ব্যক্তির সম্পূর্ণ তথ্য সংরক্ষণ করতে হবে এবং সংশ্লিষ্ট থানায় তা পাঠাতে হবে। এখন আর দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।’
তিনি জানান, সংশোধনীতে আরও উল্লেখ করা হয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন থাকলে বা তিনি অসুস্থবোধ করলে সঙ্গে সঙ্গে তাকে নিকটস্থ চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে চিকিৎসা নিশ্চিত করতে হবে।
নতুন আইনে প্রযুক্তিনির্ভর বেশ কিছু বিধানও যুক্ত হয়েছে। যেমন: অনলাইনে জামিন আবেদন (বেল বন্ড) দাখিল, ডিজিটাল মাধ্যমে সমন জারি এবং বিচারিক তদারকি আরও জোরদার করা হয়েছে।
আসিফ নজরুল বলেন, ‘এই আইনের বাস্তবায়ন হলে ইচ্ছেমতো গ্রেপ্তার, হয়রানি, অস্বীকার করা বা গুমের প্রবণতা বন্ধে যুগান্তকারী পরিবর্তন আসবে বলে আমরা মনে করি।’




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest