প্রকাশিত: ১২:২৮ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২৫
নিউজ ডেস্ক : প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আশঙ্কা প্রকাশ করে বলেছেন, এক বছর না যেতেই পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে।
বুধবার (২৩ জুলাই) বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ১৩টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।
ড. ইউনূস বলেন, জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্তিতে আমাদের আয়োজন ছিল অতীতকে স্মরণ করে সব রাজনৈতিক দলকে একসঙ্গে আনার। এই আয়োজনের মাধ্যমে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যকে দৃশ্যমান করা সম্ভব হতো। কিন্তু এখনই আবার পরাজিত চক্র সক্রিয় হয়ে উঠেছে।
তিনি আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য ও প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরও সুদৃঢ় করতে হবে। তা না হলে তারা এটিকে একটি সুযোগ হিসেবে নিচ্ছে।
বৈঠকে উপস্থিত রাজনৈতিক নেতারা ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক ঐক্য অটুট রাখার পক্ষে মত দেন। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রধান উপদেষ্টাকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি নির্বাচনপূর্ব সংস্কার ও বিচারপ্রক্রিয়ায় সমর্থন দিয়ে, জাতীয় ঐক্য বজায় রাখতে নিয়মিত সর্বদলীয় সভা আয়োজনের আহ্বান জানান।
বৈঠকে অংশ নেওয়া রাজনৈতিক নেতারা হলেন: রাষ্ট্র সংস্কার আন্দোলনের সৈয়দ হাসিবউদ্দিন হোসেন, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, এবি পার্টির মজিবুর রহমান, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, গণ-অধিকার পরিষদের নুরুল হক নুর, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) রেদোয়ান আহমেদ, খেলাফত মজলিসের আহমদ আবদুল কাদের, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) তানিয়া রব, ১২ দলীয় জোটের শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) রুহিন হোসেন প্রিন্স ও গণফোরামের মিজানুর রহমান।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest