হুমায়রার মৃত্যু ঘিরে নতুন রহস্য

প্রকাশিত: ১১:৫০ পূর্বাহ্ণ, জুলাই ২৩, ২০২৫

হুমায়রার মৃত্যু ঘিরে নতুন রহস্য

7

বিনোদন ডেস্ক : পাকিস্তানি মডেল ও অভিনেত্রী হুমায়রা আসগরের মৃত্যু নিয়ে রহস্য কাটছেই না। ৮ জুলাই করাচির একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় তার পচাগলা মরদেহ। তদন্তকারীদের ধারণা, অন্তত ৮ থেকে ১০ মাস আগেই মৃত্যু হয়েছিল অভিনেত্রীর। কিন্তু কীভাবে, কেন-সেসব প্রশ্নের উত্তর এখনও অধরা।

2

হুমায়রা আসগর। ছবি – সংগৃহীত

পুলিশ সূত্রে জানা গেছে, হুমায়রার ফ্ল্যাট থেকে তিন-চারটি মাটির পাত্রে অদ্ভুত একধরনের সাদা পাউডার উদ্ধার করা হয়েছে। সেই পাউডার এখন তদন্তের কেন্দ্রবিন্দু। পুলিশের ভাষ্য, এসব পাউডারের উৎস বা উপস্থিতির যৌক্তিক ব্যাখ্যা এখনও মেলেনি। নমুনা রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, যার ফলাফল না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।

হুমায়রা আসগর। ছবি – সংগৃহীত

তবে এরই মধ্যে করাচি বিশ্ববিদ্যালয়ের একটি ল্যাব রিপোর্টে জানা গেছে, হুমায়রার দেহে চেতনানাশক, বিষাক্ত রাসায়নিক বা কোনো মাদকের চিহ্ন পাওয়া যায়নি। ল্যাব রিপোর্টে উল্লেখ করা হয়, ‘মৃত্যু স্বাভাবিক হওয়ার সম্ভাবনাই বেশি।’ প্রাথমিক তদন্তেও এমনই ইঙ্গিত মিলেছিল-ঘটনা দুর্ঘটনাজনিত কিংবা স্বাভাবিক মৃত্যু।

কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে: তাহলে সেই সাদা পাউডার কী? তার ঘরে এসব কেন? আর এতদিন ধরে কেউ তার খোঁজ নেয়নি কেন? হুমায়রার মৃত্যুকে ঘিরে জেগে থাকা এসব প্রশ্নে জল্পনা ক্রমেই বাড়ছে। বিশেষ করে কালো জাদু বা আধ্যাত্মিক চর্চার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না কেউ কেউ।

3

লাহোরের মেয়ে হুমায়রা আসগরের মিডিয়ায় যাত্রা ২০১৫ সালে। ‘জাস্ট ম্যারেড’, ‘এহসান ফারামোশ’, ‘গুরু’ এবং ‘চল দিল মেরে’র মতো সিরিয়ালে অভিনয় করে দর্শকের নজর কাড়েন। পরে বড় পর্দায় ‘জালিবি’ ও ‘লাভ ভ্যাকসিন’ ছবিতে কাজ করেন। তবে তাকে সবচেয়ে বেশি আলোচনায় এনেছিল ২০২২ সালের রিয়েলিটি শো ‘তমাশা ঘর’। আর ২০২৩ সালে ‘ন্যাশনাল উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ডস’-এ পেয়েছিলেন সেরা সম্ভাবনাময় অভিনেত্রীর সম্মাননা।

1

অভিনেত্রী হুমায়রা আসগর। ছবি – সংগৃহীত

ক্যারিয়ারে আলো ছড়ালেও মৃত্যুর পর তার চারপাশে ঘনিয়ে উঠছে ঘোর অন্ধকার। একসময়ের আলোচিত এই অভিনেত্রীর মৃত্যু রহস্য কি আদৌ উদঘাটিত হবে, নাকি সাদা পাউডারের মতোই থেকে যাবে ধোঁয়াশায়?

4

তথ্যসূত্র: জিও নিউজ, করাচি বিশ্ববিদ্যালয়ের ল্যাব রিপোর্ট, পাকিস্তানি বিনোদন সংবাদমাধ্যম

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
4