উত্তরায় বিমান দুর্ঘটনায় জাতিসংঘ ও ইউরোপিয়ান ইউনিয়নের শোক

প্রকাশিত: ১১:৫৫ পূর্বাহ্ণ, জুলাই ২১, ২০২৫

উত্তরায় বিমান দুর্ঘটনায় জাতিসংঘ ও ইউরোপিয়ান ইউনিয়নের শোক

1

আন্তর্জাতিক ডেস্ক : রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর শোক জানিয়েছে জাতিসংঘ ও  ইউরোপিয়ান ইউনিয়ন।

 

সোমবার ফেসবুকে প্রকাশ করা এক বিবৃতিতে জাতিসংঘ নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানায় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে।

3

বিবৃতিতে বলা হয়, সোমবার ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে জাতিসংঘ। আমরা গভীর দুঃখের সঙ্গে ব্যক্ত করছি, এই দুর্ঘটনায় বহু শিশুসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন।

 

জাতিসংঘ নিহতদের স্বজনদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এই শোকাবহ পরিস্থিতিতে বাংলাদেশের পাশে থাকার বার্তা দিয়েছে। সংস্থাটি ২২ জুলাই (মঙ্গলবার) ঘোষিত একদিনের রাষ্ট্রীয় শোকের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে এবং এই মর্মান্তিক জরুরি পরিস্থিতিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।

1

 

3

অন্যদিকে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শোক জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। সোমবার ফেসবুকের এক পোস্টে শোক জানায় এই জোট। সেখানে বলা হয়েছে, সোমবার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমান বাহিনীর এফ-৭ সিরিজের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ায় গভীর শোক জানাচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের বাংলাদেশ প্রতিনিধি দল। তারা বলেছে, তাদের ভারাক্রান্ত হৃদয় দুর্ঘটনায় হতাহতদের পরিবারের সঙ্গে রয়েছে। প্রসঙ্গত, সোমবার দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুলের ভবনে বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত কমপক্ষে ২০ জন নিহত ও ১৭১ জনেরও বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে।

8

 

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
3