প্রকাশিত: ১০:২৪ পূর্বাহ্ণ, জুলাই ২১, ২০২৫
নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি রায় বলেছেন, শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারের এসব উদ্যোগের সাথে সম্পৃক্ত হতে হবে। সঠিক লক্ষ্য নির্ধারণ একজন শিক্ষার্থীর সাফল্যের মূল চাবিকাঠি।
সোমবার (২১ জুলাই) দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গনে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী ড. মুক্তাদির অডিটরিয়ামে অনুষ্ঠিত এসইডিপি’র পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউট স্কিমের অধীনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
জেলা শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ মোঃ আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা উপজেলা একাডেমিক সুপারভাইজার রিমা দাসের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন দক্ষিণ সুরমা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইফতেখার আলম।
বক্তব্য রাখেন লতিফা-শফি মহিলা কলেজের অধ্যক্ষ আমিরুল আলম খান, লালাবাজার ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল লতিফ, লাউয়াই ইসলামিয়া আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রওনক আহমদ, সৈয়দ কুতুব জালাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালিক রাজু।
অভিব্যক্তি প্রকাশ করে বক্তব্য রাখেন স্টারলাইট কলেজের শিক্ষার্থী হামিদ ফয়সল ও লাউয়াই ইসলামিয়া আলীম মাদ্রাসার শিক্ষার্থী মাইশা ফেরদৌস সামিয়া। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত মোহাম্মদ লিয়াকত আলী এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন রেবতীরমণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তিসেন সামন্ত।
অনুষ্ঠানে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামসহ দক্ষিণ সুরমার চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। পুরস্কার হিসেবে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়েছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest