প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক : কনসার্টের মাঝেই ‘কিস ক্যামে’ ধরা পড়ল ‘পরকীয়া’, আর এরপরই ভাইরাল ভিডিওর জেরে বরখাস্ত হলেন যুক্তরাষ্ট্রের এক প্রযুক্তি প্রতিষ্ঠানের সিইও।
বিখ্যাত ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের ১৬ জুলাইয়ের বস্টন কনসার্টে ঘটে এই ঘটনা।
কনসার্টের বড় পর্দায় এক নারী ও পুরুষকে ঘনিষ্ঠভাবে দেখা গেলে দর্শকের চোখ এড়ায় না। মুহূর্তেই ভিডিওটি ছড়িয়ে পড়ে নানা সামাজিক মাধ্যমে। যেখানে জড়িয়েছিলেন অ্যাস্ট্রোনোমার কোম্পানির সিইও অ্যান্ডি বাইরন ও চিফ এইচআর অফিসার (চিফ পিপল অফিসার) ক্রিস্টিন ক্যাবট।
ভিডিওতে দেখা যায়, কনসার্ট চলাকালে ক্যামেরা ঘুরে যখন তাদের ওপর পড়ে, তখনই দুজন বিব্রত হয়ে তড়িঘড়ি করে একে অপর থেকে সরে যান এবং মুখ লুকাতে চেষ্টা করেন।
বিষয়টি নিয়ে মজাও করেন কোল্ডপ্লে’র প্রধান গায়ক ক্রিস মার্টিন। তিনি মঞ্চ থেকে বলেন, ‘ওদের দেখুন… হয় এরা পরকীয়া করছে, না হয় খুবই লাজুক!’
দুজনই বিবাহিত এবং একই প্রতিষ্ঠানে কাজ করেন। ভিডিওটি সিইও বাইরনের স্ত্রীর চোখে পড়তেই ফেসবুক প্রোফাইল থেকে স্বামীর উপাধি সরিয়ে ফেলেন তিনি।
এ ঘটনার জেরে শুক্রবার (১৮ জুলাই) রাতে প্রতিষ্ঠানটি এক্স (পূর্বের টুইটার)-এ জানায়, সিইও অ্যান্ডি বাইরনকে সাময়িক ছুটিতে পাঠানো হয়েছে। প্রতিষ্ঠানটি আরও জানায়, ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে তারা। যদিও সরাসরি ভিডিওর প্রসঙ্গ আনেনি।
জানা গেছে, বাইরন ২০২৩ সালের জুলাই থেকে অ্যাস্ট্রোনোমারের সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। ক্যাবট প্রতিষ্ঠানটিতে যোগ দিয়েছেন নভেম্বরে।
সূত্র: বিবিসি




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest