বেকারত্বে ভুগছে ইন্দোনেশিয়া, তরুণ ৪.৪ কোটি

প্রকাশিত: ৫:২৮ পূর্বাহ্ণ, জুলাই ১৮, ২০২৫

বেকারত্বে ভুগছে ইন্দোনেশিয়া, তরুণ ৪.৪ কোটি

4

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জনের পর আন্দ্রেয়াস হুটাপেয়া ধারণা করেছিলেন, একটি স্থায়ী চাকরি পাওয়া তার জন্য খুব একটা কঠিন হবে না। কিন্তু বাস্তবতা ছিল তার ঠিক বিপরীত। হুটাপেয়া একের পর এক চাকরির আবেদন করেও প্রত্যাখ্যাত হতে থাকেন।

 

প্রথমে তিনি ইন্দোনেশিয়ার অত্যন্ত কঠিন ও প্রতিযোগিতামূলক সরকারি চাকরির (সিভিল সার্ভিস) পরীক্ষায় ব্যর্থ হন, যেখানে মাত্র ৩ শতাংশ আবেদনকারী চাকরি পান। এরপর তিনি সরকারি কৌঁসুলি হিসেবে প্রশিক্ষণার্থীর পদে আবেদন করেও নির্বাচিত হতে পারেননি।

 

6

আইন পড়ার আগে হুটাপেয়ার স্বপ্ন ছিল সেনাবাহিনীতে যোগ দেওয়া। কিন্তু উচ্চতা সংক্রান্ত শর্ত পূরণ না করতে পারায় সেটাও সম্ভব হয়নি।

 

অর্থের অভাবে শেষ পর্যন্ত তিনি ছাত্রাবাস ছেড়ে নিজের শহর মেদানের উপকণ্ঠে অবস্থিত পিতামাতার বাড়িতে ফিরে আসেন। তার বাবা-মা একটি ছোট দোকান চালান, যেখানে চাল, ডিম, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি হয়। বর্তমানে হুটাপেয়া সেই দোকানেই সারাদিন কাজ করেন।

1

 

তিনি বলেন, আমি সকালে দোকান খুলি, সারাদিন গ্রাহকদের সেবা দেই এবং রাতে বন্ধ করি। আমার বাবা-মা আমাকে বেতন দেন না, তবে আমি তাদের দোষ দেই না। অন্তত খাবার ও থাকার ব্যবস্থা তো দিচ্ছেন।

 

হুটাপেয়ার মতো বহু তরুণই ইন্দোনেশিয়ায় ভালো ও স্থায়ী চাকরি খুঁজে পেতে হিমশিম খাচ্ছেন।

1

 

দেশটির ১৫-২৪ বছর বয়সি ৪৪ মিলিয়নেরও বেশি তরুণের মধ্যে প্রায় ১৬ শতাংশ বেকার—যা থাইল্যান্ড ও ভিয়েতনামের তুলনায় দ্বিগুণ।

 

সিঙ্গাপুরভিত্তিক আইসিইএএস-ইউসুফ ইশাক ইনস্টিটিউটের এক জরিপে দেখা গেছে, অর্থনীতি ও সরকারের প্রতি ইন্দোনেশীয় তরুণদের মনোভাব অন্য দক্ষিণ-পূর্ব এশীয় দেশের তুলনায় অনেকটাই হতাশাপূর্ণ। জরিপ অনুসারে, ইন্দোনেশিয়ার মাত্র ৫৮ শতাংশ তরুণ সরকারের অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে আশাবাদী—অথচ অন্য দেশগুলোতে এ হার ৭৫ শতাংশ।

 

এই পরিসংখ্যান ইঙ্গিত দেয় যে, ইন্দোনেশিয়ার যুবসমাজের বড় একটি অংশ কর্মসংস্থান ও ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তা ও উদ্বেগে ভুগছে।

 

5

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
7