অপু বিশ্বাসের মৃত্যুর গুজব, যা বললেন অভিনেত্রী

প্রকাশিত: ৩:০৬ পূর্বাহ্ণ, জুলাই ১৮, ২০২৫

অপু বিশ্বাসের মৃত্যুর গুজব, যা বললেন অভিনেত্রী

7

বিনোদন ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ‘আত্মহত্যা’ করেছেন। সম্প্রতি এমনই এক গুজবের শিকার হয়েছেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে— অপু বিশ্বাস ‘আত্মহত্যা’ করেছেন। যদিও পুরো খবরটিই ছিল মিথ্যা ও বানোয়াট। এ বিষয়ে যা বললেন অভিনেত্রী।

2

 

4

তারকাদের নিয়ে গুঞ্জন কিংবা গুজবের শেষ নেই। মাঝে মধ্যেই কাউকে না কাউকে নিয়ে শোনা যায় নতুন নতুন আজগুবি সব কথা। সামাজিক মাধ্যমের যুগে এমন ভিত্তিহীন খবর ছড়াতে সময়ও লাগে না। গত জুনেই ছড়ানো হয়েছিল অপু বিশ্বাস নাকি গলায় ফাঁস দিয়েছেন। কিন্তু যাচাই করে ফ্যাক্টচেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার জানায়, খবরটি পুরোপুরি মিথ্যা এবং কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই।

6

 

ফ্যাক্টচেকিং বিশ্লেষকদের বক্তব্যে জানা যায়, কিছু অসাধু ব্যক্তি বিনামূল্যে ডোমেইন ব্যবহার করে ব্লগসাইট খুলে তারকাদের ঘিরে এ ধরনের গুজব ছড়াচ্ছে। এর ফলে সাধারণ মানুষের মধ্যে মিথ্যা আতঙ্ক ও বিভ্রান্তি তৈরি হচ্ছে। আর তাদের টার্গেটে পরিণত হচ্ছেন বিনোদন জগতের তারকারা।

 

2

সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, এ ধরনের গুজব তো নতুন কিছু না। বিশেষ করে সামাজিক মাধ্যমে হঠাৎ দেখি কেউ মারা গেছে। একবার শুনি আমি মারা গেছি। তিনি বলেন, সেই সময় আমার বোন পর্যন্ত আমাকে ফোনে পাচ্ছিল না, তখন কী যে আতঙ্ক— এমনটি শুধু আমার সঙ্গে না, অন্যান্য আর্টিস্টের সঙ্গেও ঘটছে, যতটুকু দেখেছি।

 

এমন মিথ্যা সংবাদের প্রতিক্রিয়ায় অভিনেত্রী বলেন, আসলে কিছু মনে করি না। আমি এসবকে বিনোদনের অংশ হিসেবেই দেখি। মানুষ তো যেভাবেই হোক অন্যকে এন্টারটেইন করতে চায়, মেসেজটা সেভাবেই ছড়ায়।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
4