১২৮ বছর পর অলিম্পিক গেমসে ফিরছে ক্রিকেট, সময়সূচি ঘোষণা

প্রকাশিত: ৬:৩৬ পূর্বাহ্ণ, জুলাই ১৬, ২০২৫

১২৮ বছর পর অলিম্পিক গেমসে ফিরছে ক্রিকেট, সময়সূচি ঘোষণা

3

স্পোর্টস ডেস্ক : অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে—অলিম্পিক গেমসে ফিরছে ক্রিকেট। ২০২৮ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিতব্য অলিম্পিক আসরে আবারও অন্তর্ভুক্ত হয়েছে এই জনপ্রিয় খেলা। টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজিত ক্রিকেট ইভেন্টটি অনুষ্ঠিত হবে ১২ থেকে ২৯ জুলাই পর্যন্ত, যেখানে পুরুষ ও নারী—দুই বিভাগেই হবে খেলা। এর পর ১৯ জুলাই নারী এবং ২৯ জুলাই পুরুষদের জন্য নির্ধারিত থাকবে পদক নির্ধারণী ম্যাচ।

5

 

4

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) সম্প্রতি প্রকাশ করেছে ২০২৮ অলিম্পিক গেমসের সূচি। ১২৮ বছরের দীর্ঘ বিরতির পর দ্বিতীয়বারের মতো অলিম্পিকের অংশ হতে যাচ্ছে ক্রিকেট। এর আগে, ১৯০০ সালের প্যারিস অলিম্পিকে প্রথমবার অন্তর্ভুক্ত হয়েছিল এই খেলা, যেখানে মাত্র দুটি দল অংশ নিয়েছিল—গ্রেট ব্রিটেন ও ফ্রান্স। সেই আসরে স্বর্ণ জেতে গ্রেট ব্রিটেন।

2

 

6

২০২৮ অলিম্পিকে ছেলেদের এবং মেয়েদের বিভাগে ছয়টি করে দল অংশ নেবে। প্রতিটি দলে থাকবে ১৫ সদস্যের স্কোয়াড। সব ম্যাচ আয়োজন করা হবে পোনোমার ফেয়ারগ্রাউন্ডস ক্রিকেট স্টেডিয়ামে, যা লস অ্যাঞ্জেলস শহরের কেন্দ্র থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত। সূচি অনুযায়ী, অধিকাংশ দিনেই অনুষ্ঠিত হবে দুটি করে ম্যাচ—একটি সকাল ৯টায় এবং অন্যটি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে (স্থানীয় সময়)।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
2