প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৫
ডেস্ক রিপোর্ট :: সিলেট বিভাগের ১৯টি আসনে প্রার্থী ঘোষণা করেছে খেলাফত মজলিস। শুক্রবার (১১ জুলাই) বিকেল ৫টায় সিলেট নগরীর জিন্দাবাজারের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের প্রতিষ্ঠাতা মহাসচিব ও বর্তমান উপদেষ্টা ভাষা সৈনিক অধ্যক্ষ মুহাম্মদ মাসউদ খান।
সুনামগঞ্জ: সুনামগঞ্জ-১ আসনে খেলাফতের দেয়ালঘড়ি প্রতিকের প্রার্থী সিলেট জেলা খেলাফত মজলিসের সহ সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ফজর আলী, সুনামগঞ্জ-২ আসনে সুনামগঞ্জ জেলা খেলাফতের সিনিয়র সহ সভাপতি সাখাওত হোসেন মোহন, সুনামগঞ্জ-৪ আসনে যুক্তরাজ্যের লুটন শাখা খেলাফতের সহ সেক্রেটারি মাওলানা আমিরুল ইসলাম ও সুনামগঞ্জ-৫ আসনে লন্ডন মহানগর খেলাফতের সহ সভাপতি হাফিজ মাওলানা আবদুল কাদির খেলাফতের প্রার্থী হিসাবে দেয়ালঘড়ি প্রতিকে লড়বেন।
সিলেট: সিলেট- ১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী হিসাবে মনোনীত হয়েছেন সিলেট মহানগর খেলাফত মজলিসের সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান , সিলেট-২ আসনে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, সিলেট-৩ আসনে সিলেট জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, সিলেট-৪ আসনে দলটির কেন্দ্রীয় ওলামা বিষয়ক সম্পাদক মুফতী আলী হাসান উসামা, সিলেট-৫ আসনে জেলা খেলাফতের উপদেষ্টা মুফতী আবুল হাসান, সিলেট- ৬ আসনে যুক্তরাজ্য দক্ষিণ শাখা খেলাফতের সভাপতি মাওলানা সাদিকুর রহমান।
মৌলভীবাজার: মৌলভীবাজার-১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মনোনীত হয়েছেন কাতার শাখা খেলাফত মজলিসের সহ সভাপতি মাওলানা লুকমান আহমদ, মৌলভীবাজার-২ আসনে অধ্যক্ষ সাইফুর রহমান খোকন, মৌলভীবাজার-৩ আসনে মাওলানা আহমদ বিলাল ও মৌলভীবাজার-৪ আসনে মাওলানা নূরুল মুত্তাকীন জুনায়েদ।
হবিগঞ্জ: হবিগঞ্জ-১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মনোনীত হয়েছেন হবিগঞ্জ জেলা শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা আবদুল কাইয়ূম জাকি, হবিগঞ্জ-২ আসনে আমীরে মজলিস মাওলানা আবদুল বাসিত আজাদ, হবিগঞ্জ-৩ আসনে হবিগঞ্জ জেলা খেলাফতের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছরওয়ার রহমান চৌধুরী, হবিগঞ্জ-৪ আসনে দলীয় মহাসচিব ড. আহমদ আবদুল কাদের খেলাফত মজলিসের প্রার্থী হিসাবে মনোনীত হয়েছেন।
প্রার্থীদের নাম ঘোষণার সময় উপস্থিত ছিলেন, খেলাফত মজলিসের আমীর মাওলানা আবদুল বাসিত আজাদ, মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, নায়েবে আমীর প্রিন্সিপাল মাওলানা মজদুদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, ডা. এ এ তাওসীফসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest