খাগড়াছড়িতে আশ্রয়কেন্দ্র প্রস্তুত, দীঘিনালা-লংগদু সড়কে যান চলাচলে হুমকি

প্রকাশিত: ৯:৩৯ পূর্বাহ্ণ, জুলাই ৯, ২০২৫

খাগড়াছড়িতে আশ্রয়কেন্দ্র প্রস্তুত, দীঘিনালা-লংগদু সড়কে যান চলাচলে হুমকি

7

নিউজ ডেস্ক : পার্বত্য জেলা খাগড়াছড়িতে টানা বৃষ্টির কারণে জেলার নদী-নদী ও ছড়া-খালের পানি দ্রুত বাড়ছে। চেঙ্গী ও মাইনী নদীর পানি বৃদ্ধি পেয়ে এরই মধ্যে কিছু নিচু এলাকায় প্রবেশ করতে শুরু করেছে। চেঙ্গী নদীতে পানি বিপদসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টি অব্যাহত থাকলে বন্যার আশঙ্কা রয়েছে।

 

1

এদিকে দীঘিনালা উপজেলার মেরুং এলাকার কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। মাইনী নদীর পানি বৃদ্ধি পেয়ে মেরুং স্টিল ব্রিজ এলাকায় দীঘিনালা-লংগদু সড়কেও পানি উঠে গেছে। তবে এখনো সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

 

5

ভারি বর্ষণের কারণে খাগড়াছড়ি পার্বত্য জেলায় পাহাড় ধসের আশঙ্কাও দেখা দিয়েছে। বিশেষ করে জেলা সদরের শালবন, সবুজবাগ, কলাবাগান, কুমিল্লাটিলা—এই চিহ্নিত এলাকাগুলোতে বসবাসকারীদের সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে প্রশাসন।

 

তারই অংশ হিসেবে শহরের ধসপ্রবণ শালবন এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকারসহ প্রশাসনের কর্মকর্তারা। পরিদর্শনকালে পাহাড়ের ঝুঁকিতে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ জানানো হয়। প্রয়োজনে প্রশাসনের খোলা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে তাদের প্রতি আহ্বান জানানো হয়।

 

5

জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জানান, দুর্যোগপ্রবণ এলাকায় অবস্থিত বিদ্যালয়গুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।

1

 

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
7