প্রকাশিত: ১০:১৭ পূর্বাহ্ণ, জুলাই ৮, ২০২৫
নিউজ ডেস্ক : জুলাই গণঅভুত্থানে নিহত ও আহতদের জন্য ২৫ কোটি টাকার বিশেষ তহবিল গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই তহবিল থেকে নিহতদের পরিবারকে অনুদান এবং আহতদের চিকিৎসাব্যয় মেটানো হবে।
মঙ্গলবার (৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকে গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত ব্যাংকার্স সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় দেশের শীর্ষস্থানীয় ১১টি বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকও উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল থেকে এ জন্য বরাদ্দ দেবে ১৪ কোটি টাকা। পাশাপাশি সূচকগতভাবে শক্তিশালী ১১টি বেসরকারি ব্যাংক থেকে ১ কোটি টাকা করে মোট ১১ কোটি টাকা সংগ্রহ করা হবে।
সংশ্লিষ্ট ব্যাংকগুলো নিজেদের পরিচালনা পর্ষদের অনুমোদন শেষে অর্থ বাংলাদেশ ব্যাংকে হস্তান্তর করবে।
সূত্র জানায়, মূল সভার আগে গভর্নর একটি আলাদা বৈঠকে অংশগ্রহণকারী ১১ ব্যাংকের এমডিদের সঙ্গে আলোচনা করেন এবং প্রতি ব্যাংক থেকে এক কোটি টাকা করে সহায়তা প্রদানের আহ্বান জানান। উপস্থিত ব্যাংকাররা এতে সম্মতি দেন।
তহবিলের সম্পূর্ণ অর্থ ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এর কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।
দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের একটি অংশ এ তহবিল গঠনের দাবি জানিয়ে আসছিল। নানা প্রক্রিয়া শেষে এবার তা বাস্তবায়নের পথে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest