প্রকাশিত: ৯:৩৫ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০২৫
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ নারী ফুটবল দল আগেই এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা নিশ্চিত করেছিল। আজ তুর্কমেনিস্তানের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচটি ছিল শুধুই আনুষ্ঠানিকতা। তবে ম্যাচটিকে গুরুত্ব দিয়েই খেলেছে বাংলাদেশ। পিটার বাটলারের দল ৭-০ গোলের বড় জয় নিয়ে বাছাই পর্বের মিশন শেষ করেছে।

দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখে তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে হারিয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল।
আজ নিয়মরক্ষার এই ম্যাচে আফিদা খন্দকারের নেতৃত্বাধীন দলটি শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চড়াও হয় এবং প্রথমার্ধেই ৭টি গোল করে নিজেদের দাপট প্রমাণ করেন।

সাম্প্রতিক সময়ে নিজেদের চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা জর্ডান, বাহরাইন, ইন্দোনেশিয়া ও মিয়ানমারের মতো দলগুলোকে হারানোর আত্মবিশ্বাস নিয়েই মাঠে নেমেছিল লাল-সবুজের দল। আর সেই আত্মবিশ্বাসের প্রতিফলন দেখা গেল ম্যাচের শুরু থেকেই।
ব্রিটিশ কোচ পিটার বাটলার মিয়ানমার ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামান তার শিষ্যদের। ম্যাচের তৃতীয় মিনিটেই স্বপ্নার গোলে এগিয়ে যায় বাংলাদেশ।
এরপর মাত্র ৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন শামসুন্নাহার। তাঁর দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি আসে ম্যাচের ১৩তম মিনিটেই, যা তুর্কমেনিস্তানের রক্ষণভাগকে পুরোপুরি দিশেহারা করে তোলে।
বাংলাদেশের গোল উৎসব চলতে থাকে। ম্যাচের ১৬ মিনিটে মনিকা চাকমা এবং ১৭ মিনিটে ঋতুপর্ণা চাকমা গোল করে স্কোরলাইনকে আরও বড় করেন।
২০ মিনিটে তহুরা খাতুনের গোলে স্কোর দাঁড়ায় ৬-০। প্রথমার্ধের একেবারে শেষ দিকে, অর্থাৎ খেলার ৪০ মিনিটে আবারও গোল করে ৭-০ গোলের বিশাল লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।
এই প্রথমার্ধের দাপটই শেষ পর্যন্ত নিশ্চিত করে বাংলাদেশের অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া।
বাংলাদেশ একাদশ: রুপ্না চাকমা (গোলরক্ষক), আফিদা খন্দকার (অধিনায়ক), শিউলি আজিম, শামসুন্নাহার, কোহাতি কিসকু, মারিয়া মান্ডা, মনিকা চাকমা, স্বপ্না রাণী, ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার ও তহুরা খাতুন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest