প্রকাশিত: ৮:৪৮ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০২৫
বিনোদন ডেস্ক : ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। বেশ কয়েক বছর ধরে কাজের চেয়ে ব্যক্তিজীবনে বেশ চর্চায় তিনি। ২০২৩ সালের নভেম্বরে সাংবাদিকদের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে বেশ সমালোচনার জন্ম দিয়েছিলেন, যদিও সেই ঘটনায় পরবর্তীতে ক্ষমা চেয়েছিলেন এই অভনেত্রী। সেসময় প্রকাশ্যে আসে তানজিন তিশার গোপন বিয়ে ও সন্তানের খবর। তবে এ নিয়ে কখনোই কিছু বলেননি তিনি।
অবশেষে গোপন বিয়ে ও সন্তানের ব্যাপারে মুখ খুলেছেন তানজিন তিশা। ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ অনুষ্ঠানে বিয়ে ও সন্তান প্রসঙ্গে কথা বললেন এই অভিনেত্রী। ওই অনুষ্ঠানে বিয়ে ও সন্তানের খবর গুজব বলে উড়িয়ে দেন তিশা।
সেই কথার পরিপ্রেক্ষিতে সাংবাদিক জাওয়াদ নির্ঝর প্রকাশ্যে আনলেন তিশার সন্তানের ছবি! শনিবার (৫ জুলাই) জাওয়াদ নির্ঝর তিনটি ছবি প্রকাশ করেন, যেখানে তিনি উল্লেখ করেন, এটি তিশার সন্তানের ছবি।
দুটি ছবিতে দেখা যায়, একটি শিশুকে কোলে নিয়ে তিশার গভীর মমতায় স্নেহ করার দৃশ্য। অপর একটিতে দুটি শিশুর দোলনায় বসে থাকার ছবি পোস্ট করেছেন নির্ঝর। তবে মুখ ঢেকে দিয়েছেন সেই ছবির।
ছবিগুলো পোস্ট করে নির্ঝর লিখেছেন, ‘সেলিব্রিটি হওয়ার পর মানুষ কি তার গর্ভের সন্তানকেও অস্বীকার করতে পারে! অভিনেত্রী তানজিন তিশা দাবি করেছেন, তার আগের বিয়ের খবর এবং পুত্রসন্তানের খবরগুলো মিথ্যা। যে ছবিগুলো দেখছেন, সেগুলো তিশার মিডিয়ায় আসার আগে। তার সাবেক স্বামী এখন দুবাইতে বসবাস করেন। সেই ঘরে তিশার একটি পুত্রসন্তান হয়েছিল। সেই পুত্রের সঙ্গেই ছবিগুলো। তিশার সেই পুত্রসন্তানটি এখন ঢাকায় তার দাদির সঙ্গে থাকে।’
তিশা সন্তান নিয়ে মিথ্যাচার করেছে দাবি করে নির্ঝর আরও লেখেন, ‘তিশা টকশোতে মিথ্যা কথা বলেছেন। বছরখানেক আগে তানজিন তিশাকে নিয়ে স্টোরি করতে গিয়ে আমরা তার পুত্রসন্তান এবং সাবেক স্বামীকে খুঁজে বের করেছিলাম। তিশা, আপনি প্রমাণ করেন, এই বাচ্চা আপনার ছিল না।’
২০১৭ সালে সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের সঙ্গে সম্পর্ক ভাঙার পর একাধিকজনের সঙ্গে প্রেমের গুঞ্জন রটেছিল তিশার। যদিও সেসব বিষয়ে বরাবরই মুখে কুলুপ এঁটেছিলেন এই অভিনেত্রী।
এরপর ছোট পর্দার অভিনেতা মুশফিক ফারহানের সঙ্গে প্রেমের খবরে আলোচনায় আসেন। এই অভিনেতার জন্য আত্মহত্যার চেষ্টার খবরও ২০২৩ সালের নভেম্বরে সংবাদমাধ্যমে বেশ জায়গা করে নেয়। কিন্তু বরাবরের মতো সেবারও সম্পর্কের বিষয় এড়িয়ে গেছেন তিশা।
মাঝে প্রেম চর্চা পাশ কাটিয়ে আলোচনায় আসেন মাদককাণ্ডে। গত বছরের ডিসেম্বর মাদক কেনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তানজিন তিশা নতুন করে আলোচনায় আসেন। মাদকসহ গ্রেপ্তার হওয়া বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে বেরিয়ে আসে তিশাসহ কয়েকজনের নাম।
একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তিশাসহ তারা নিয়মিত মাদক সংগ্রহ করছিলেন বলে সংবাদমাধ্যমে শিরোনাম হয়েছিলেন। এই ঘটনায় আজও নিজের অবস্থান সম্পর্কে জানান দেননি তিনি।
মাসখানেক আগে অবকাশযাপনে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তানজিন তিশা। সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ঘোরাঘুরির সেই চিত্রও দেখা গেছে। এরই ফাঁকে একটি আড্ডার অনুষ্ঠানের অতিথি হন তিনি। চিত্রনায়ক জায়েদ খানের উপস্থাপনায় সেই অনুষ্ঠানে বিয়ে ও সন্তান প্রসঙ্গে কথা বলেন তিশা। এরপর নতুন করে পুরনো খবরে চর্চায় এই অভিনেত্রী।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest