বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অভিনেত্রী নুপুরের ভাংচুর

প্রকাশিত: ৯:২২ পূর্বাহ্ণ, জুলাই ১, ২০২৫

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অভিনেত্রী নুপুরের ভাংচুর

5

বিনোদন ডেস্ক : বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গিয়ে ভাংচুর করলেন অভিনেত্রী নুপুর। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, নুপুর তার কথিত প্রেমিক রাজের বাসার গেট ভাংচুর করার চেষ্টা করছেন—তাকে গেটে একাধিক লাথি মারতে দেখা যায়।

 

6

গণমাধ্যমের প্রশ্নের জবাবে নুপুর দাবি করেন, রাজ তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তুলেছিলেন। কিন্তু সম্প্রতি হঠাৎ করেই রাজ যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। নুপুরের অভিযোগ, রাজের মা তাকে গোপনে লুকিয়ে রেখেছেন এবং তিনি নিজেও এখন পলাতক।

 

ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নুপুর রাজের বাসার বন্ধ গেটে লাথি মারছেন এবং ওই বিল্ডিংয়ের এক নারী পরিচ্ছন্নতা কর্মীর সঙ্গে দুর্ব্যবহার করছেন।

7

 

এ সময়ে তিনি ওই কর্মীকে শারীরিকভাবেও হেনস্তা করেন এবং তাকে রাজের বিরুদ্ধে মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দেন। তবে ওই পরিচ্ছন্নতা কর্মী দাবি করেন, তিনি কখনো নুপুরকে দেখেননি এবং রাজের সঙ্গে সম্পর্কের বিষয়ে কিছুই জানেন না।

 

অন্যদিকে, নুপুর বলেন, রাজ তাকে এই বাসায় একাধিকবার নিয়ে এসেছেন। রাজের সঙ্গে কিছু তার অন্তরঙ্গ ছবি গণমাধ্যমকে দেখান তিনি। তার দাবি, ছবিগুলো শ্রীমঙ্গলে ঘুরতে যাওয়ার সময় তোলা। তিনি আরও দাবি করেন ছবিগুলো তার নিজের ফোন থেকেই তোলা এবং তার কাছে ভিডিও আছে।

6

 

নুপুর জানান, গতকাল থানার পক্ষ থেকে বিয়ে করার নির্দেশ এসেছিল, কিন্তু আজই রাজ ও তার মা গা ঢাকা দিয়েছেন। তার ভাষ্যমতে, রাজের মা ও দুলাভাই সঙ্গীত সাহা এই ঘটনার জন্য দায়ী।

 

ভিডিওটি নিয়ে ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। কেউ বলছেন, নিশ্চয়ই এটি সাজানো নাটক। আবার অনেকেই মনে করেন, সত্যিই যদি এই নারী প্ররোচনার শিকার হয়ে থাকেন তাহলে তার ন্যায়বিচার পাওয়া উচিত।

1

 

তবে নুপুর কিংবা রাজ, কারও পক্ষ থেকেই তাদের দাবির সত্যতা এখনও নিশ্চিত করা যায়নি।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
6