শহরজুড়ে আতঙ্ক, শ্বাসরুদ্ধকর রহস্যের গল্প নিয়ে আসছে ‘কানাগলি’

প্রকাশিত: ৯:১৯ পূর্বাহ্ণ, জুলাই ১, ২০২৫

শহরজুড়ে আতঙ্ক, শ্বাসরুদ্ধকর রহস্যের গল্প নিয়ে আসছে ‘কানাগলি’

7

বিনোদন ডেস্ক : শ্বাসরুদ্ধকর একটি গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ ‘কানাগলি’। সিরিজটি পরিচালনা করেছেন আহমেদ জিহাদ। চিত্রনাট্যও লিখেছেন তিনি নিজেই।

 

গল্পে দেখা যাবে, ঢাকার বুকে নেমেছে ভয়ের ছায়া। এক নৃশংস সিরিয়াল কিলার ঘুরে বেড়াচ্ছে শহরের অলিগলিতে, যার রেখে যাওয়া ভয়ংকর স্বাক্ষর পুলিশকে করেছে কিংকর্তব্যবিমূঢ়। তদন্তের সব পথ যখন বন্ধ, তখন এই খুনিকে থামানোর দায়িত্ব পড়ে বিচক্ষণ অফিসার মাহফুজের (শ্যামল মাওলা) কাঁধে। কিন্তু অন্ধকারের গভীরে প্রবেশ করে তিনি বুঝতে পারেন, এটি একটি মারাত্মক বুদ্ধির খেলা, যেখানে শিকারি প্রতিটি পদক্ষেপে এগিয়ে থাকছে। কে এই খুনি? শহরের কানাগলিতে লুকিয়ে থাকা এই শীতল ক্রোধের পেছনের রহস্যটাই বা কী?

7

 

6

এই সিরিজে প্রধান চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন শ্যামল মাওলা। তার সঙ্গে জুটি বেঁধেছেন আয়েশা খান। এ ছাড়াও অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, লুুৎফুর রহমান জর্জ, কাজী নওশাবা আহমেদ এবং নাজিবা বাশারের মতো গুণী শিল্পীরা।

7

 

নির্মাতা আহমেদ জিহাদ জানান, আগামী ৩ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম Bongo-তে মুক্তি পাচ্ছে ‘কানাগলি’।

 

8

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
6