প্রকাশিত: ৫:৫১ পূর্বাহ্ণ, জুলাই ১, ২০২৫
নিউজ ডেস্ক :: দৈনিক সবুজ সিলেটের স্টাফ রিপোর্টার, সিলেট প্রেসক্লাব এর সদস্য ও ৩৬ নং ওয়ার্ড এর কাউন্সিলর পদপ্রার্থী সাংবাদিক বদরুর রহমান বাবর এর পক্ষ থেকে জগন্নাথপুর সোসাইটি বালুচর এর নবগঠিত কমিটির আহবায়ক ও মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির প্রতিষ্টাতা সভাপতি শেখ মোঃ লুৎফুর রহমানকে ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়েছে।
আজ ৩০ জুন সোমবার রাত ৯টায় আহবায়ক শেখ মোঃ লুৎফুর রহমান এর বাসায় এ অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সাংবাদিক বদরুর রহমান বাবর বলেন,সাংবাদিক ও সমাজসেবক শেখ মোঃ লুৎফুর রহমান সবসময় এতিম অসহায়, গরীব দুঃখী ও নির্যাতিত মানুষের কল্যাণে সর্বক্ষণ নিজকে নিবেদিত রেখে আসছেন। তিনির এসব কার্যক্রম দেখে আমি খুবই খুশি হয়ে আজকে তিনিকে আমি একটি ক্রেস্ট প্রধান করে এই সম্মাননা জানিয়ে আমার মনে কিছুটা তৃপ্তি পেয়েছি। আসলে তিনি একজন ভাল মানুষ,সাধরণ ভাবে চলাফেরা এবং মানুষের সাথে খুবই সহজে মিশে যান।আমি আশাকরি জগন্নাথপুর সোসাইটি বালুচর নবগঠিত এই কমিটিকে দ্রুতগতিতে দেশব্যাপী একটি সুনামের সাথে পরিচিতি করিয়ে দিবেন এটি আমার বিশ্বাস। আমি জগন্নাথপুর সোসাইটি বালুচর নবগঠিত কমিটি মানুষের কল্যাণে কাজ করে যাবে এটি আমি বিশ্বাস করি।এই কমিটি সামনের দিকে এগিয়ে যাক এটি আমার কামনা।
সম্মাননা অনুষ্টানে উপস্থিত ছিলেন,সাংবাদিক বদরুর রহমান বাবর, জগন্নাথপুর সোসাইটির আহবায়ক শেখ মোঃ লুৎফুর রহমান,আহবায়ক কমিটির সদস্য রুহুল আমিন খাঁন, সদস্য শামিম মিয়া,মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির সহ-সভাপতি মোঃ লুৎফুর রহমান শিকদার, বালুচর এলাকার মালেক মিয়া সজল খান প্রমুখ।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest