যারা পিআর পদ্ধতি চাচ্ছে তাদের উদ্দেশ্য নির্বাচন বানচাল করা : সালাহউদ্দিন

প্রকাশিত: ১০:৪৩ পূর্বাহ্ণ, জুন ২৮, ২০২৫

যারা পিআর পদ্ধতি চাচ্ছে তাদের উদ্দেশ্য নির্বাচন বানচাল করা : সালাহউদ্দিন

4

নিউজ ডেস্ক : আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন চাওয়া মানে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত বা বানচাল করার ষড়যন্ত্র, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

4

 

8

শনিবার (২৮ জুন) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘যুদ্ধের ময়দান থেকে রাষ্ট্রের প্রধান জিয়াউর রহমান’ স্মারক প্রকাশনা ও আর্কাইভ উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও সাংবিধানিক প্রেক্ষাপটে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন বাস্তবসম্মত নয়। এটি একটি জটিল প্রক্রিয়া, যা নির্বাচনকে বিলম্বিত করার ফাঁদ হিসেবে ব্যবহার করা হচ্ছে।’

 

তিনি আরও জানান, বিএনপি জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য সরকারকে দ্রুত সময়সূচি ঘোষণার আহ্বান জানান।

 

7

এদিকে, একইদিনে সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজিত মহাসমাবেশে ভিন্নমত পোষণ করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘পিআর পদ্ধতি ছাড়া এ দেশে আর কোনো নির্বাচন মেনে নেবে না জনগণ।’

 

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, ‘জনগণের ভোটের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হলে জাতীয় নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি চালু করা ছাড়া বিকল্প নেই।’

 

6

মহাসমাবেশে আরও দাবি জানানো হয়, প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার, অতীতের নির্যাতন ও গণহত্যার বিচার এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
8