সোনামসজিদ স্থলবন্দরে ‘কমপ্লিট শাটডাউন’-এ আমদানি-রপ্তানি বন্ধ, অপেক্ষায় ৩০০ গাড়ি

প্রকাশিত: ১০:২৭ পূর্বাহ্ণ, জুন ২৮, ২০২৫

সোনামসজিদ স্থলবন্দরে ‘কমপ্লিট শাটডাউন’-এ আমদানি-রপ্তানি বন্ধ, অপেক্ষায় ৩০০ গাড়ি

3

অনলাইন ডেস্ক : এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে গেছে দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দরে। সরকার দাবি না মানলে আগামীকাল রোববারও এই কর্মসূচি সচল থাকবে বলে জানান সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা নুরুল হাসান।

8

 

শনিবার (২৮ জুন) দিনব্যাপী চলা এই কর্মসূচির কারণে স্থলবন্দর দিয়ে কোনো পণ্য আমদানি বা রপ্তানি হয়নি।

 

স্থলবন্দর সূত্র থেকে জানা যায়, এই স্থলবন্দর দিয়ে আজকে রপ্তানির জন্য প্রায় ১৬টি গাড়ি সোনামসজিদ স্থলবন্দরের বাংলাদেশ প্রান্তে আটকে গেছে। গাড়িগুলোতে রয়েছে সুতা, প্লাস্টিক ও খাদ্য জাতীয় পণ্য। অপরদিকে, ভারতের মাহদিপুর স্থলবন্দরে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে প্রায় ৩০০ গাড়ি। এই স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি ও রপ্তানি বন্ধ থাকায় সারাদিনে প্রায় ৩ কোটি টাকা মতো রাজস্ব হারায় সরকার।

 

6

সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা নুরুল হাসান জানান, শনিবার সারাদিন শাটডাউন কর্মসূচি পালন করা হয়েছে। আগামীকালও কেন্দ্র থেকে শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সরকার যদি দাবি মেনে না নেয় তাহলে আগামীকালও আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি চলবে।

 

3

সোনামসজিদ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাঈনুল ইসলাম জানান, কর্মসূচির কারণে আমদানি রফতানি সম্পূর্ণরুপে বন্ধ আছে। ওপারে ভারতের মাহদিপুর স্থলবন্দরে আমদানি পণ্যবাহী কয়েকশ ট্রাক আটকা আছে।

7

 

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
5