বাংলাদেশের সাদা পোশাকের নতুন কাণ্ডারি কে?

প্রকাশিত: ১০:১৭ পূর্বাহ্ণ, জুন ২৮, ২০২৫

বাংলাদেশের সাদা পোশাকের নতুন কাণ্ডারি কে?

6

স্পোর্টস ডেস্ক : নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংস ব্যবধানে হারের পর সংবাদ সম্মেলনে এসে তিনি নিজেই এই ঘোষণা দেন।

2

 

শান্তর এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের সাদা পোশাকের নতুন কাণ্ডারি কে হবেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। সম্ভাব্য নাম হিসেবে উঠে আসছে মেহেদী হাসান মিরাজ এবং লিটন দাসের নাম।

 

কলম্বো টেস্টে দলের ভরাডুবির পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে শান্ত আচমকাই জানান যে, তার একটি ব্যক্তিগত ঘোষণা রয়েছে।

 

এরপরই তিনি টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি সামনে আনেন।

1

 

এই সিদ্ধান্তের পেছনে নিজের যুক্তিও স্পষ্ট করেন শান্ত। তিনি বলেন, এই ড্রেসিংরুমে গত কয়েক বছর ধরে আমার থাকার সুযোগ হয়েছে। এটা আমার ব্যক্তিগত মত যে, তিনজন অধিনায়ক দলের জন্য সমস্যা হতে পারে।

 

8

দলের ভালোর জন্য এখান থেকে সরে আসছি। তিনি আরও যোগ করেন, যদি বোর্ড মনে করে তিনজন অধিনায়কই থাকবে, সেটি তাদের সিদ্ধান্ত।

5

 

শান্তর অধিনায়কত্ব ছাড়ার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে বাংলাদেশের সাদা পোশাকের নতুন অধিনায়ক কে হবেন। সাবেক নির্বাচক হান্নান সরকার মনে করেন এই দৌড়ে মেহেদী হাসান মিরাজই এগিয়ে।

 

তিনি গণমাধ্যমকে বলেন, শান্ত ভালো করছিল টেস্টে। এখন যেহেতু ছেড়ে দিয়েছে ব্যাটিংয়ে আরও মনোযোগ দিতে পারবে। তবে পরবর্তী অধিনায়ক হিসেবে মিরাজই এগিয়ে থাকবে।

 

লিটনের কথাও আসতে পারে, তবে মিরাজই এগিয়ে মনে হয় আমার কাছে। মিরাজ অধিনায়ক হিসেবে যথেষ্ট ক্যাপাবল।

 

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
5