প্রকাশিত: ১১:৫৬ অপরাহ্ণ, জুন ২৭, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক : ইরান যদি আবারও উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করে, তাহলে নতুন করে হামলার প্রশ্নে কোনো দ্বিধা থাকবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান ও ইসরায়েলের চলমান উত্তেজনার মধ্যেই তার এই মন্তব্য কূটনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।
শুক্রবার (২৭ জুন) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
ইরানের পরমাণু স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরিদর্শনের দাবি তুলে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আন্তর্জাতিক পরমাণু সংস্থা (আইএইএ) বা যুক্তরাষ্ট্রের সম্মানিত সংস্থাগুলোর পরিদর্শন ছাড়া ইরানের সঙ্গে ভবিষ্যৎ কোনো সমঝোতা সম্ভব নয়।
ট্রাম্প বলেন, ইরান যদি আবারও উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করে, তাহলে ‘নতুন করে হামলার প্রশ্নে কোনো দ্বিধা থাকবে না’। তার এই মন্তব্য ইরানের পরমাণু কর্মসূচির ওপর যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের ইঙ্গিত দেয়।
এর আগে, টানা ১২ দিনের ভয়াবহ সংঘাতের পর অবশেষে কাতারের মধ্যস্থতায় ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়।
এদিকে, ইরান ‘ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি’ অব্যাহত রাখবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা সত্ত্বেও কর্মসূচি চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন তিনি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, কোনোভাবেই পরমাণু প্রযুক্তি পরিত্যাগ করবে না তেহরান। কারণ এটি অর্জনে মৃত্যুসহ বহু ত্যাগ-তিতীক্ষার শিকার হতে হয়েছে দেশটির পরমাণু বিজ্ঞানীদের।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইতিমধ্যে ইরানের ১৪ জন পরমাণু বিজ্ঞানি নিহত হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের দাবি তাদের হামলায় অন্তত দুই বছর পিছিয়ে গেছে ইরানের পরমাণু কর্মসূচি। তবে এ প্রসঙ্গে কোনো মন্তব্য করেনি ইরান।
অপরদিকে, পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করেই যুদ্ধের সূত্রপাত হলেও কর্মসূচি চালিয়ে যাওয়ার বার্তা পুনর্ব্যক্ত করেছে ইরান।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest