সিলেটের মেয়ে তসিবার আসছে নতুন গান ”ঝাল্লাগে”

প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২২

সিলেটের মেয়ে তসিবার আসছে নতুন গান ”ঝাল্লাগে”

1

বিনোদন ডেস্কঃ আইলারে নয়া দামান গান গেয়ে বেশ আলোচনায় আসেন কণ্ঠশিল্পী তসিবা বেগম।

4

 

2

সিলেটের আঞ্চলিক ভাষায় গান গেয়ে অগণিত দর্শকের মন জয় করেছিলেন তিনি। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতেও ‘পালঙ্ক’ শিরোনামে গান করে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিলেন কণ্ঠশিল্পী তসিবা বেগম। এছাড়াও নয়া কইন্যা, সিলেটি ফুরি সহ বেশ কয়েকটি গানে জনপ্রিয়তা কুড়িয়েছেন তিনি।

কণ্ঠশিল্পী তসিবা বেগম

এবারে সেই তসিবা প্রকাশ করতে যাচ্ছেন ‘ ঝাল্লাগে” শিরোনামে নতুন গান। এই গানটি লিখেছেন গীতিকার সৈয়দ দুলাল। প্রচলিত সুরে এ গানের পরিচালনা করেন শিয়ল বাবু। সংগীত আয়োজন করেছেন সজীব ।
গানটি প্রকাশ হবে ভিডিও আকারে।

 

গীতিকার সৈয়দ দুলাল বলেন, জনপ্রিয় কণ্ঠশিল্পী তসিবার কন্ঠে আমার লেখা একটি গান প্রকাশ হবে এটা অত্যন্ত আনন্দের। আশাকরি শ্রোতাদের ভালোলাগার মধ্যেই সেই আনন্দের পরিপূর্ণতা পাবে। “ঝাল্লাগে” শিরোনামের গানটি বুধবার (১৬ নভেম্বর ) সন্ধ্যা ৭টায় Syed Dulal music ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে। সবাইকে গানটি শোনার আমন্ত্রণ রইল।

কণ্ঠশিল্পী তসিবা বেগম

8

গানটি নিয়ে কণ্ঠশিল্পী তসিবা বলেন, গানটি গাইতে পেরে সত্যি খুব ভালো লাগছে। মিষ্টি কথা, সুর ও অসাধারণ মিউজিকে ধামাকা একটি গান হয়েছে, আশাকরি গানটি শ্রোতাদের ভালো লাগবে।

5

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
6