এশিয়ান কাপে স্বর্ণ জিতেছেন বাংলাদেশের আলিফ

প্রকাশিত: ১২:৩১ পূর্বাহ্ণ, জুন ২১, ২০২৫

এশিয়ান কাপে স্বর্ণ জিতেছেন বাংলাদেশের আলিফ

4

স্পোর্টস ডেস্ক : সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়ান কাপ আরচ্যারিতে সোনা জিতেছেন বাংলাদেশের আরচ্যার আব্দুর রহমান আলিফ।

 

8

শুক্রবার (২০ জুন) সিঙ্গাপুরের গাকুতোকে ৬-৪ সেট পয়েন্টে হারিয়ে সেরা হন আলিফ।

 

2

সোনা জয়ের লড়াইয়ে দারুণ শুরু করেন আলিফ। প্রথম ও দ্বিতীয় সেট জিতে নেন ২৮-২৭, ২৯-২৮ ব্যবধানে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরের দুই সেট ২৮-২৭, ২৭-২৬ পয়েন্টে জিতে সমতা ফেরান গাকুতো।

 

পঞ্চম ও শেষ সেটে জাপানের প্রতিযোগী আর পেরে ওঠেননি আলিফের সাথে। ২৯-২৬ পয়েন্টে জিতে বাজিমাত করেন ১৯ বছর বয়সী আর্চার।

 

6

‘বাই’ পেয়ে এলিমিনেশন রাউন্ড শুরু করা আলিফ চীনের আলিনকে ৬-২ ব্যবধানে হারিয়ে ওঠেন শেষ বত্রিশে। পরের ধাপগুলোয় মালয়েশিয়ার মুহাম্মাদ শাফিককে ৬-৪ সেট পয়েন্টে হারিয়ে এবং চাইনিজ তাইপের লি কাই-ইয়েনের বিপক্ষে জমজমাট লড়াই ৭-৩ ব্যবধানে জিতে উঠে আসেন সেমি-ফাইনালে। সেমি-ফাইনালে আলিফ ৬-২ সেট পয়েন্টে হারান চাইনিজ তাইপের প্রতিযোগী চেন পিন-আনকে।

 

রিকার্ভ পুরুষ দলগত বিভাগে ব্রোঞ্জের লড়াইয়ে চাইনিজ তাইপের কাছে ৫-৩ সেট পয়েন্টে হেরেছে বাংলাদেশ। প্রথম সেটে ৫৬-৫৩ ব্যবধানে হারের পর দ্বিতীয় সেট ৫৩-৫৩ ড্র করেছিল দল। তৃতীয় সেটে ৫৬-৫৫ ব্যবধানে জিতে সমতায় ফিরলেও চতুর্থ সেটে ৫৬-৫২ পয়েন্টে হার মানে আব্দুর রহমান আলিফ, রাম কৃষ্ণ সাহা ও রাকিব মিয়াকে নিয়ে গড়া বাংলাদেশ দল।

 

এই ইভেন্টে ভারতকে ৬-০ সেট পয়েন্টে উড়িয়ে সোনা জিতেছে জাপান।

 

কম্পাউন্ড পুরুষ এককে ব্রোঞ্জ পাওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু ভারতের সাচিন ছেছির বিপক্ষে দারুণ লড়াই করলেও শেষ পর্যন্ত ১৪৮-১৪৬ স্কোরে হেরে যান হিমু বাছাড়।

4

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
6