প্রকাশিত: ১০:০৯ পূর্বাহ্ণ, জুন ১৮, ২০২৫
স্পোর্টস ডেস্ক : ক্যারিবিয়ান কিংবদন্তিরা আবার মাঠে নামছেন! ক্রিস গেইল, কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভো, ডোয়াইন স্মিথ এবং লেন্ডল সিমন্সরা খেলবেন আবার খেলবেন ওয়েস্ট ইন্ডিজ দলে। না, আন্তর্জাতিক ক্রিকেটে নয়, তারা মাঠে নামবেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস টুর্নামেন্টে। সেখানে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নস দলে খেলবেন গেইলরা।
শুধু ছক্কাবাজ গেইল, পোলার্ডরাই নয়, টেস্ট ক্রিকেটে দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকা সেই শিবনারায়ণ চন্দরপলও থাকছেন। গতির ঝড় তুলতে পেস ইউনিটে আছেন ফিদেল এডওয়ার্ডস, শ্যানন গ্যাব্রিয়েল ও শেলডন কটরেল।
১৮ জুলাই শুরু হবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের দ্বিতীয় আসর। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের চারটি ভেন্যুতে—এজবাস্টন, নর্দাম্পটন, লেস্টার ও হেডিংলি।
টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া ৬টি দল হলো-ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজ। রাউন্ড-রবিন পদ্ধতিতে একে অপরের মুখোমুখি হবে তারা। শীর্ষ চার দল যাবে নকআউটে।
টুর্নামেন্টটির ফাইনাল, ২ আগস্ট এজবাস্টনে।
২০২৪ সালের প্রথম আসরে শিরোপা জিতেছিল যুবরাজ সিংয়ের নেতৃত্বাধীন ভারত। এই আসরেও দলটিকে নেতৃত্ব দেবেন যুবরাজ। ভারতের হয়ে খেলবেন সুরেশ রায়না, শিখর ধাওয়ান ও ইউসুফ পাঠানরা।
এই টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলবেন এবি ডি ভিলিয়ার্সও। সব মিলিয়ে তারাদের মিলনমেলা দেখা যাবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস টুর্নামেন্টে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest