প্রকাশিত: ১০:১১ পূর্বাহ্ণ, জুন ১৭, ২০২৫
নিউজ ডেস্ক : জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আগামীকাল (বুধবার) অনুষ্ঠেয় রাজনৈতিক দলগুলোর আলোচনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী অংশ নেবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
মঙ্গলবার (১৭ জুন) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘জামায়াতে ইসলামীর সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা মনে করছি, আগামীকালের আলোচনায় তারা অংশ নেবে।’
সরকার ও ঐকমত্য কমিশনের নিরপেক্ষতা নিয়ে ওঠা প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করছি। গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রতিটি রাজনৈতিক দল আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। কমিশনের চলমান আলোচনাগুলো সংস্কার বাস্তবায়নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করি, জাতীয় ঐকমত্য কমিশন নিরপেক্ষ অবস্থান ধরে রেখেছে।’
গণঅভ্যুত্থানে অংশ নেওয়া প্রতিটি দলের প্রতি সরকারের নিরপেক্ষ অবস্থান তুলে ধরে শফিকুল আলম আরও বলেন, ‘সবার প্রতিই আমরা সমানভাবে নিরপেক্ষ। জামায়াত আজকের আলোচনায় অংশ নেয়নি কেন, সেটি আমরা জানি না। তবে তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। আশা করছি, আগামীকালের বৈঠকে তারা অংশ নেবেন।’
এর আগে আজ দুপুর পৌনে ১২টায় ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের অসমাপ্ত আলোচনা শুরু হয়। এই আলোচনায় জামায়াতে ইসলামী উপস্থিত ছিল না।
ঐকমত্য কমিশনের একটি সূত্র জানায়, আজকের বৈঠকে জামায়াত থাকবে না- এ বিষয়ে দলটির পক্ষ থেকে আগেই জানানো হয়েছে। জামায়াতের দাবি, প্রধান উপদেষ্টার সাম্প্রতিক লন্ডন সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর দেওয়া যৌথ ঘোষণায় দলটিকে উপেক্ষা করা হয়েছে বলে তারা মনে করছে। এর প্রতিবাদ হিসেবেই জামায়াত আজকের বৈঠকে অংশ নেয়নি।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest