টিকটক করতে গিয়ে বিএসএফের হাতে আটক দুই তরুণ, পতাকা বৈঠকে ফেরত

প্রকাশিত: ৯:৪৩ পূর্বাহ্ণ, জুন ১৭, ২০২৫

টিকটক করতে গিয়ে বিএসএফের হাতে আটক দুই তরুণ, পতাকা বৈঠকে ফেরত

2

নিউজ ডেস্ক : নওগাঁর সাপাহার এলাকায় ভারত সীমান্তে টিকটক ভিডিও করতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর হাতে আটক হয়েছে বাংলাদেশি দুই তরুণ। বিষয়টি জানাজানির পর পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফের আনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

1

 

সবশেষ মঙ্গলবার (১৭ জুন) সকালে ওই দুই তরুণকে নওগাঁ আদালতে সোপর্দ করা হয় বলে জানান সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আজিজ।

 

ওই দুই তরুণ হলো-মোহাম্মদ মিনহাজুল ইসলাম (২৩) ও মোহাম্মদ তামিম আহমেদ সৌরভ (২৩)। এদের মধ্যে মিনহাজুল নওগাঁ ডিগ্রি কলেজ এবং তামিম সাপাহার সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী।

6

 

পুলিশ জানায়, এ ঘটনায় বিজিবি-১৬ নওগাঁ ব্যাটালিয়নের বামনপাড়া ক্যাম্পের এক বিজিবি সদস্য সাপাহার থানায় অভিযোগ দায়ের করেন। পরে বিজিবির অভিযোগের ভিত্তিতে অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।

 

মামলা সূত্রে জানা গেছে, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে বামনপাড়া সীমান্ত এলাকার ২৪৬ পিলার এলাকা দিয়ে ভারতের সীমান্ত দেখার জন্য ভারত ভূখণ্ডে প্রবেশ করেন ওই দুজন। এরপর কাঁটাতারের বেড়া ধরে টিকটক ভিডিও তৈরি ও সেলফি তুলতে শুরু করেন। এ সময় ভারতীয় বিএসএফের টহলরত সদস্যরা তাদেরকে ধরে নিয়ে যান।

 

1

দুই ছাত্র আটকের খবর পেয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানায় বিজিবি। পরে বামনপাড়া বিজিবি বিওপির নায়েক সুবেদার আবু তালেব সঙ্গীয় ফোর্স নিয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক শেষে শেষে বিজিবি আটক ওই দুই ছাত্রকে ফেরত নিয়ে আসে। সেদিন রাতেই সাপাহার থানায় তাদের সোপর্দ করে বিজিবি।

2

 

ওসি আব্দুল আজিজ বলেন, ওই দুই তরুণকে বিজিবি আমাদের কাছে হস্তান্তর করেছে। অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
4