এশিয়া কাপ আরচারির ফাইনালে আলিফ

প্রকাশিত: ৯:৩৩ পূর্বাহ্ণ, জুন ১৭, ২০২৫

এশিয়া কাপ আরচারির ফাইনালে আলিফ

7

স্পোর্টস ডেস্ক : সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্ট, স্টেজ-২ এর রিকার্ভ পুরুষ একক ইভেন্টে ফাইনালে উঠেছেন বাংলাদেশের আব্দুর রহমান আলিফ। আজ (মঙ্গলবার) সকালে অনুষ্ঠিত এলিমিনেশন রাউন্ডে ১/৮ পর্বে আলিফ ৬-৪ সেটে মালয়েশিয়ার ‘বুস্তামিন মুহাম্মদ শাফিককে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উন্নীত হন।

 

কোয়ার্টার ফাইনালে আলিফ ৭-৩ সেটে চাইনিজ তাইপের লিউ তাই-ইয়েনকে পরাজিত করে সেমি-ফাইনালে উন্নীত হন। সেমিফাইনালে আলিফ ৭-৩ সেটে চাইনিজ তাইপের ‘চেন পিন-আনকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেছেন।

 

কম্পাউন্ড পুরুষ একক ইভেন্টে কোয়ার্টার ফাইনাল খেলায় বাংলাদেশের হিমু বাছাড় ১৪৫-১৪৪ স্কোরের ব্যবধানে ভারতের থিরুমুরু গণেশ মনি রত্নমকে পরাজিত করে সেমি-ফাইনালে উন্নীত হন। শেষ চারের লড়াইয়ে হিমু বাছাড় ১৪৩-১৪৭ স্কোরের ব্যবধানে ভারতের দালাল কুশলের কাছে পরাজিত হন।

 

4

কম্পাউন্ড মহিলা একক ইভেন্টের ১/৮ খেলায় বাংলাদেশের পুস্পিতা জামান ১৩৪-১৪৬ স্কোরে ভারতের ঠোকাল তানিস্কা নীলকুমার এর নিকট পরাজিত হন।

7

 

আগামীকাল সিঙ্গাপুর সময় সকাল ৯টা হতে এলিমিনেশন রাউন্ডের দলগত ইভেন্টের খেলা শুরু হবে।

2

 

আগামী ২০ জুন আব্দুর রহমান আলিফ এবং জাপানের মিয়াতা গাকুতো এর মধ্যে রিকার্ভ পুরুষ একক ইভেন্টে স্বর্ণ পদকের ম্যাচ অনুষ্ঠিত হবে।

8

 

এছাড়া কম্পাউন্ড পুরুষ একক ইভেন্টে হিমু বাছাড় এবং ভারতের চেচি শচীন এর মধ্যে ব্রোঞ্জ মেডেল ম্যাচ অনুষ্ঠিত হবে।

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
8