প্রকাশিত: ৯:৫৮ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০২৫
স্পোর্টস ডেস্ক : ভুটানের নারী লিগে খেলার পর এবার জাতীয় দলের ক্যাম্পে যোগ দিলেন তিন ফুটবলার—ঋতুপর্ণা চাকমা, মারিয়া মান্দা ও মনিকা চাকমা।
আজ (সোমবার) সকালে থিম্পু থেকে ঢাকায় এসে সরাসরি জাতীয় দলের ক্যাম্পে যোগ দেন তারা।
এর আগে জর্ডানে ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে ভুটান থেকে সরাসরি জর্ডান যান পাঁচ ফুটবলার। সিরিজ শেষ করে দলের সঙ্গে ঢাকায় ফেরেন রূপনা চাকমা। তবে টিকিট সমস্যার কারণে শামসুন্নাহার সিনিয়র এখনও ফিরতে পারেননি।
ফলে জুনের শেষ সপ্তাহে মিয়ানমারে শুরু হওয়া এশিয়ান কাপ বাছাইয়ের আগে তার দেশে অনুশীলনের সুযোগ থাকছে মাত্র ৩–৪ দিন।
ভুটানের লিগে বর্তমানে বাংলাদেশ থেকে মোট ১০ জন নারী ফুটবলার খেলছেন। বাফুফের সঙ্গে তাদের আনুষ্ঠানিক চুক্তি থাকলেও, তারা ভুটানে অবস্থানকালে মাসিক আর্থিক সুবিধা পাচ্ছেন না।
তবে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিলে সেই সময়ের জন্য বেতন ও সম্মানী পাবেন। ত্রিদেশীয় সিরিজে অংশ নেওয়া পাঁচ ফুটবলার পাবেন ম্যাচ ফি ও ক্যাম্পভিত্তিক সম্মানী।
এদিকে মিয়ানমারে অনুষ্ঠিতব্য এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের গ্রুপে রয়েছে স্বাগতিক মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান। এই গ্রুপ থেকে শীর্ষে থাকলে প্রথমবারের মতো নারী এশিয়ান কাপে খেলার সুযোগ পাবে বাংলাদেশ।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest