জাতীয় দলের ক্যাম্পে ফিরলেন ঋতুপর্ণা, মারিয়া ও মনিকা

প্রকাশিত: ৯:৫৮ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০২৫

জাতীয় দলের ক্যাম্পে ফিরলেন ঋতুপর্ণা, মারিয়া ও মনিকা

4

স্পোর্টস ডেস্ক : ভুটানের নারী লিগে খেলার পর এবার জাতীয় দলের ক্যাম্পে যোগ দিলেন তিন ফুটবলার—ঋতুপর্ণা চাকমা, মারিয়া মান্দা ও মনিকা চাকমা।

 

আজ (সোমবার) সকালে থিম্পু থেকে ঢাকায় এসে সরাসরি জাতীয় দলের ক্যাম্পে যোগ দেন তারা।

 

এর আগে জর্ডানে ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে ভুটান থেকে সরাসরি জর্ডান যান পাঁচ ফুটবলার। সিরিজ শেষ করে দলের সঙ্গে ঢাকায় ফেরেন রূপনা চাকমা। তবে টিকিট সমস্যার কারণে শামসুন্নাহার সিনিয়র এখনও ফিরতে পারেননি।

 

ফলে জুনের শেষ সপ্তাহে মিয়ানমারে শুরু হওয়া এশিয়ান কাপ বাছাইয়ের আগে তার দেশে অনুশীলনের সুযোগ থাকছে মাত্র ৩–৪ দিন।

 

ভুটানের লিগে বর্তমানে বাংলাদেশ থেকে মোট ১০ জন নারী ফুটবলার খেলছেন। বাফুফের সঙ্গে তাদের আনুষ্ঠানিক চুক্তি থাকলেও, তারা ভুটানে অবস্থানকালে মাসিক আর্থিক সুবিধা পাচ্ছেন না।

 

3

তবে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিলে সেই সময়ের জন্য বেতন ও সম্মানী পাবেন। ত্রিদেশীয় সিরিজে অংশ নেওয়া পাঁচ ফুটবলার পাবেন ম্যাচ ফি ও ক্যাম্পভিত্তিক সম্মানী।

3

 

6

এদিকে মিয়ানমারে অনুষ্ঠিতব্য এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের গ্রুপে রয়েছে স্বাগতিক মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান। এই গ্রুপ থেকে শীর্ষে থাকলে প্রথমবারের মতো নারী এশিয়ান কাপে খেলার সুযোগ পাবে বাংলাদেশ।

3

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
8