প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন প্রেমিকার

প্রকাশিত: ১১:৩৩ পূর্বাহ্ণ, জুন ১৫, ২০২৫

প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন প্রেমিকার

8

নিউজ ডেস্ক : ফেসবুকে পরিচয়। তারপর প্রেমের সম্পর্ক। একপর্যায়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবক-তরুণীর ঘনিষ্ঠতাও। তারপর প্রতিশ্রুতি ভঙ্গ করে বিয়ের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ান যুবক। পরে উপায়ন্তর না পেয়ে বিয়ের দাবিতে ওই যুবকের বাড়িতে অনশন শুরু করেন কলেজপড়ুয়া তুরুণী।

 

ঘটনাটি জামালপুরের সরিষাবাড়ীর। প্রেমিকের নাম মোর্শেদ। তিনি ওই উপজেলার ডোয়াইল ইউনিয়নের ঢোলভিটি এলাকায় আলমের বাড়ির সন্তান। আর তরুণীর বাড়ি একই ইউনিয়নের চাপারকোনা এলাকায়।

 

3

অনশনরত তরুণীর ভাষ্যমতে, গত ছয় মাস ধরে ফেসবুকের মাধ্যমে আলম বাড়ির হাফিজুর রহমানের ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের একপর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠতাও তৈরি হয়। মোর্শেদ তাকে বিয়ের প্রতিশ্রুতি দিলেও এখন সেই প্রতিশ্রুতি থেকে সরে দাঁড়িয়েছেন।

 

পরিবার থেকে অন্যত্র বিয়ের জন্য চাপ আসায় এবং মোর্শেদকে ছাড়া বিয়ে করবেন না জানিয়ে ওই তরুণী আমরণ অনশন শুরু করেছেন।

 

তরুণীর অভিযোগ, অনশনের খবর পেয়ে মোর্শেদ পারিয়ে গেছেন। তবে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, মোর্শেদ বিয়ে না করলে তার সামনে মৃত্যুই একমাত্র পথ।

 

3

অবস্থানরত প্রেমিকাকে দেখে নিজ নিজ বাড়ি ফিরে যাচ্ছেন স্থানীয়রা। ছবি- রূপালী বাংলাদেশ

 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, অনশনরত তরুণী এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। অন্যদিকে, মোর্শেদ আলম এইচএসসি পাস করে বর্তমানে বেকার।

 

এ বিষয়ে মোর্শেদের বাবা হাফিজুর রহমান বলেন, ‘হঠাৎ করেই মেয়েটি এসে বাড়িতে অনশন শুরু করেছে। মেয়েটির পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি, কিন্তু এখনো সাড়া পাইনি।’

 

1

তবে তিনি জানান, ছেলে রাজি থাকলে তিনি এ সম্পর্ক মেনে নিতে আপত্তি করবেন না।

 

 

2

প্রেমিক মোর্শেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

 

সরিষাবাড়ী থানার ওসি মো. রাশেদুল হাসান জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
2