প্রকাশিত: ৯:০৪ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক : মেজর জেনারেল আমির হাতেমিকে ইরানের সেনাবাহিনীর প্রধান কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির নির্দেশে এ নিয়োগ দেওয়া হয়েছে।
একইসঙ্গে আয়াতুল্লাহ খামেনি মেজর জেনারেল সাইয়্যেদ আব্দুর রহিম মুসাভিকে সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
শুক্রবার (১৩ জুন) এক সরকারি ডিক্রির মাধ্যমে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। খবর মেহের নিউজ এজেন্সি ও তেহরান টাইমসের
জেনারেল হাতামি একজন অভিজ্ঞ সামরিক ব্যক্তিত্ব। ২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত ইরানের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
আয়াতুল্লাহ খামেনির ডিক্রিতে উল্লেখ করা হয়েছে, জেনারেল হাতেমির ‘নিষ্ঠা, দক্ষতা ও অভিজ্ঞতা’-কে বিবেচনায় নিয়ে এই নিয়োগ দেওয়া হয়েছে। সেনাবাহিনীর বিশাল সক্ষমতা ও বিশ্বস্ত কর্মীদের সংখ্যা, প্রতিরক্ষা ও তার বাইরেও অর্জিত অভিজ্ঞতার কারণে, আশা করা যায় যে আপনার (আমির হাতেমি) নেতৃত্বে যুদ্ধ প্রস্তুতি বৃদ্ধি, আধ্যাত্মিক ও আদর্শিক ভিত্তি শক্তিশালীকরণ, কর্মীদের কল্যাণ এবং সশস্ত্র বাহিনীর অন্যান্য শাখার সঙ্গে সহযোগিতা বৃদ্ধির প্রচেষ্টা ত্বরান্বিত হবে। ’
জেনারেল মোহাম্মদ হোসেইন বাঘেরি নিহতের পর আয়াতুল্লাহ খামেনি সদ্য পদত্যাগকারী প্রধান মেজর জেনারেল সাইয়্যেদ আব্দুর রহিম মুসাভির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন খামেনি এবং তার সততা ও মূল্যবান প্রচেষ্টার প্রশংসা করেন তিনি।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest