প্রথমবারের মতো ক্ষয়ক্ষতির কথা স্বীকার করল ইসরায়েল

প্রকাশিত: ৯:০২ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০২৫

প্রথমবারের মতো ক্ষয়ক্ষতির কথা স্বীকার করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক : ইরান-ইসরায়েল চলমান সামরিক উত্তেজনার মধ্যে নিজেদের সেনাদলে ক্ষয়ক্ষতির কথা প্রথমবারের মতো স্বীকার করেছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, ইরানের পাল্টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় মধ্য ইসরায়েলে অন্তত সাত সেনা আহত হয়েছেন।

 

শনিবার (১৪ জুন) ইসরায়েলি সেনাবাহিনীর দেওয়া এক বিবৃতিতে বলা হয়, গভীর রাতে ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলাটি ছিল পূর্বের একটি অভিযানের জবাবে পরিকল্পিত প্রতিক্রিয়া। হামলার পর আহত সেনাদের তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি করা হয় এবং প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

 

এই হামলার খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা-তে প্রকাশিত হয়। প্রতিবেদনে জানানো হয়েছে, দুই পক্ষের চলমান সংঘাতে এই প্রথম ইসরায়েল সরকারিভাবে সেনা হতাহতের কথা স্বীকার করল।

 

বিশ্লেষকদের মতে, এই স্বীকারোক্তি মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতকে এক নতুন মাত্রায় নিয়ে গেছে। ইরান ও ইসরায়েল পরস্পরকে আগে হুমকি দিয়ে সীমিত পাল্টা হামলা চালালেও সেনা হতাহতের বিষয়টি এতদিন চাপা রাখা হচ্ছিল।

 

এর আগে শুক্রবার (১৩ জুন) স্থানীয় সময় ভোররাতে ইরানের একটি সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। সেই হামলার জবাবে শুক্রবার গভীর রাতেই ইরান মধ্য ইসরায়েলে পাল্টা ব্যালিস্টিক মিসাইল হামলা চালায়, যা উত্তেজনা আরও বাড়িয়ে তোলে।

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

Add