যুক্তরাষ্ট্র-কানাডার অর্ধশত হলে ‘তাণ্ডব’

প্রকাশিত: ১০:০২ পূর্বাহ্ণ, জুন ১৩, ২০২৫

যুক্তরাষ্ট্র-কানাডার অর্ধশত হলে ‘তাণ্ডব’

6

বিনোদন ডেস্ক : শাকিব খানের ‘তাণ্ডব’ দেখতে হুমড়ি খেয়ে পড়ছে দর্শক। এবারের ঈদে দেশের সিনেমাহলে মুক্তি পাওয়া ছয় সিনেমার মধ্যে ব্যবসা এবং আলোচনা–দুই দিক দিয়েই এগিয়ে ‘তাণ্ডব’। এবার দেশের গণ্ডি ছাড়িয়ে মধ্যে শাকিব খানের ‘তাণ্ডব’ মুক্তি পেতে চলেছে যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপের ৬০টিরও বেশি হলে।

8

 

2

দেশগুলোতে সিনেমাটির ওভারসিজ রিলিজের দায়িত্বে রয়েছে বায়োস্কোপ ফিল্মস। প্রতিষ্ঠানটির কর্ণধার রাজ হামিদ ও রুবনা রশীদ খান জানিয়েছেন ইউরোপ, আমেরিকা ও কানাডায় ছবিটি মুক্তির ক্ষেত্রে প্রথম সপ্তাহে মোট ৬০টি সিনেমা হলে মুক্তির প্রস্তুতি চলছে।

 

তারা বলেন, ‘শাকিব খানের ছবির ক্ষেত্রে সবসময়ই একটু বড় পরিসরেই ভাবতে হয়। কারণ, তার ফ্যানবেজটা বিশাল। এবারেও তার ব্যতিক্রম হচ্ছে না। তবে এবারের ছবিটি নিয়ে আমরা ভিন্ন স্ট্রাটেজি গ্রহণ করেছি। একই সঙ্গে আমেরিকা, কানাডা ও ইউরোপে মুক্তি দেব।’

8

 

এদিকে সুড়ঙ্গ ও তুফানের পর রায়হান রাফীর তাণ্ডব বিদেশি দর্শকদের কাছে দারুণ দর্শক টানবে বলে মনে করা হচ্ছে। ছবিটি নিয়ে রায়হান রাফী বলেন, ‘তাণ্ডব পয়সা উসুল সিনেমা। দেশের হলে হলে তাণ্ডবের অগ্রিম টিকিট সোল্ড আউট। সিনেমাটিতে একাধিক চমক রয়েছে; যা নিয়ে তেমন কিছুই বলতে চাই না। আশা করি, ছবিটি দর্শকরা হলে এসে দেখবেন এবং চমকগুলো উপভোগ করবেন।’

1

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
8