প্রকাশিত: ৮:৫১ পূর্বাহ্ণ, জুন ১২, ২০২৫
রাজা তৃতীয় চার্লস ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি- সংগৃহীত
নিউজ ডেস্ক : ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (১২ জুন) বাংলাদেশ সময় বিকেল ৪টা ২০ মিনিটে লন্ডনের ঐতিহাসিক বাকিংহাম প্যালেসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তাঁর ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বৈঠকে রাজা চার্লস অধ্যাপক ইউনূসের দারিদ্র্য বিমোচনে অবদান, ক্ষুদ্রঋণ কার্যক্রম এবং সামাজিক ব্যবসার ধারণার প্রশংসা করেন। বিশেষভাবে ইউনূসের ‘থ্রি-জিরো’ (শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণ) উদ্যোগকে তিনি সভ্যতার জন্য সময়োপযোগী একটি প্রচারণা হিসেবে উল্লেখ করেন।
বৈঠকে জলবায়ু পরিবর্তন, সামাজিক বৈষম্য হ্রাস এবং টেকসই উন্নয়নের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে দুজনের মধ্যে গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়। এই সাক্ষাৎকে বাংলাদেশ-ব্রিটেন দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবেও দেখা হচ্ছে।
প্রেস সচিব আরও জানান, রাজা চার্লস দীর্ঘদিন ধরে ইউনূসের কাজের একজন অনুরাগী। এমনকি তিনি অধ্যাপক ইউনূসের একটি বইয়ের ভূমিকাও লিখেছেন, যা দুই ব্যক্তিত্বের পারস্পরিক শ্রদ্ধা ও আদর্শিক মিলের সাক্ষ্য বহন করে।
উল্লেখ্য, ব্রিটিশ রাজপরিবারের রীতিতে যখন রাজা কাউকে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ দেন বা ‘অডিয়েন্স’ প্রদান করেন, সেটি সংশ্লিষ্ট ব্যক্তির প্রতি এক ধরনের আনুষ্ঠানিক স্বীকৃতি ও সম্মান হিসেবে বিবেচিত হয়।
এর আগে মঙ্গলবার (১০ জুন) সকালে চারদিনের সফরে লন্ডনে পৌঁছান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটে তিনি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন।
সফরের অন্যতম উদ্দেশ্য বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাজ্যের সমর্থন ও পাচার হওয়া অর্থ ফেরত আনা।
আগামী শনিবার (১৪ জুন) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশে ফেরার কথা রয়েছে।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest