প্রকাশিত: ৮:২৮ পূর্বাহ্ণ, জুন ১২, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের গুজরাটের আহমেদাবাদ থেকে ওড়ার পাঁচ মিনিট পরেই বিধ্বস্ত হয় এয়ার ইন্ডিয়ার একটি বিমান। এটি সরাসরি আছড়ে পড়ে সেখানকার বিজে মেডিকেল কলেজ নামের একটি ছাত্রাবাসে। এ ঘটনায় ওই মেডিকেল কলেজের পাঁচজন শিক্ষার্থী মারা গেছেন।
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, ভবনটিতে বিজে মেডিকেল কলেজের ইন্টার্ন শিক্ষার্থীরা থাকতেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পরা একটি ছবিতে দেখা গেছে, ওই ছাত্রাবাসের টেবিলে পড়ে আছে না খাওয়া খাবার। ধারণা করা হচ্ছে, যখন বিমানটি বিধ্বস্ত হয় তখন সেখানকার শিক্ষার্থীরা দুপুরের খাবার খাচ্ছিলেন।
বিমানটি মেডিকেল কলেজের ছাত্রাবাসে আঘাত হানার সঙ্গে সঙ্গে সেখানে বিশালাকৃতির আগুন জ্বলে ওঠে। এরপর বের হতে থাকে কালো ধোঁয়ার কুণ্ডলি।
এর আগে বৃহস্পতিবার ( ১২ জুন) আহমেদাবাদ বিমানবন্দর থেকে ২৪২ জন যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার ওই বিমান যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উদ্দেশে যাত্রা শুরু করেছিল।
স্থানীয় সময় দুপুর ১টা থেকে ২টার মধ্যে ভারতীয় বিমানটি ওড়ার পরপরই আহমেদাবাদের কাছে একটি লোকালয়ে বিধ্বস্ত হয়। বিমানটিতে ২৪২ জন আরোহী ছিলেন। যার মধ্যে ছিলেন দুজন পাইলট, ১০ জন কেবিন ক্রু ও ২৩০ জন যাত্রী।
তবে জানা গেছে, বিমানটিতে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান নাগরিক ছিলেন।
বিমানটি বিধ্বস্ত হওয়ার ঠিক আগ মুহূর্তে এটির সহ-পাইলট ‘মে ডে কল’ করে সহায়তা চেয়েছিলেন। কিন্তু এর আগেই এটি আছড়ে পড়ে। ফলে পরবর্তীতে বিমানবন্দর কর্তৃপক্ষ যোগাযোগ করলেও পাইলটরা আর কোনো সাড়া দেননি।
কী কারণে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটল সেটির কারণ খুঁজে বের করতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। সঙ্গে চলছে হতাহতদের উদ্ধারের অভিযান।
সূত্র: এনডিটিভি, নিউজ-১৮




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest