প্রকাশিত: ৭:৫৫ পূর্বাহ্ণ, জুন ১২, ২০২৫
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ তারকা মিডফিল্ডার হামজা চৌধুরীকে ঘিরে এবার এক নতুন সম্ভাবনার দুয়ার খুলছে। ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) লেস্টার সিটির হয়ে খেলে পরিচিতি পাওয়া হামজা চৌধুরী এবার ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাব টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অংশ নিতে পারেন।
গ্রিক সুপার লিগের অন্যতম সফল দল অলিম্পিয়াকোস তাকে দলে ভেড়ানোর চেষ্টা করছেন। গ্রিক সাংবাদিক গিওর্গস সানাকাসের তথ্য অনুযায়ী, গ্রিক লিগের অন্যতম সফল ক্লাব অলিম্পিয়াকোস হামজাকে দলে ভেড়ানোর চেষ্টা করছে।
বিউইনস্পোর্ট এফএমকে দেওয়া সাক্ষাৎকারে অভিজ্ঞ এই গ্রিক সাংবাদিক জানিয়েছেন, অলিম্পিয়াকোস আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগকে সামনে রেখে দল গোছানোর প্রস্তুতি শুরু করেছে। তাদের পরিকল্পনার অংশ হিসেবে হামজা চৌধুরীর নাম রয়েছে।
তাহলে হামজা চৌধুরী হবেন প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার যিনি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মতো মঞ্চে খেলার সুযোগ পাবেন।
এটি শুধু হামজার ব্যক্তিগত ক্যারিয়ারের জন্য নয়, বাংলাদেশের ফুটবলের জন্যও এক ঐতিহাসিক মুহূর্ত হবে।

সাম্প্রতিক সময়ে হামজা চৌধুরী তার ক্লাব ভবিষ্যৎ নিয়ে এক অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছেন। শেফিল্ড ইউনাইটেডে তার ধারে খেলার মেয়াদ শেষ হয়েছে। এবং তার মূল ক্লাব লেস্টার সিটিও প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়ে চ্যাম্পিয়নশিপে খেলবে।
এই পরিস্থিতিতে হামজা কোথায় খেলবেন তা নিয়ে জল্পনা চলছিল। ঠিক তখনই অলিম্পিয়াকোসের মতো চ্যাম্পিয়ন্স লিগের নিয়মিত দলের আগ্রহের খবর সামনে চলে আসে।
জানাগেছে, হামজার খেলার ধরণ, মাঝমাঠে নিয়ন্ত্রণ এবং ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে তার সক্ষমতা অলিম্পিয়াকোসের কোচের নজর কেড়েছে।
অলিম্পিয়াকোস আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগকে সামনে রেখে দল গোছানোর প্রস্তুতি শুরু করেছে। তাদের পরিকল্পনার অংশ হিসেবে হামজা চৌধুরীর নাম বিশেষভাবে রয়েছে।
জর্জ সানাকাস আরও জানিয়েছেন, ক্লাবটির বর্তমান কোচ হোসে লুইস মেন্দিলিবার হামজার খেলা বেশ পছন্দ করেছেন। এবং মনে করেন হামজা তার কৌশলের সাথে সহজেই মানিয়ে নিতে পারবেন।

অলিম্পিয়াকোস গ্রিক ফুটবলের সবচেয়ে বড় ক্লাব। তারা রেকর্ড ৪৮ বার গ্রিক লিগ চ্যাম্পিয়ন এবং ২৯ বার গ্রিক কাপ জিতেছে।
অলিম্পিয়াকোস ২০২৪-২৫ মৌসুমে গ্রিক সুপার লিগের শিরোপা জিতেছে, ফলে আগামী মৌসুমে তারা সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পাচ্ছে।
ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, হামজার বর্তমান বাজারমূল্য ৪৫ লাখ ইউরো (প্রায় ৬২ কোটি ৯০ লাখ টাকা)। অলিম্পিয়াকোস হামজাকে নিতে চাইলে লেস্টার তাকে কত দামে বিক্রি করতে পারে, তা এখনই অনুমান করা কঠিন।
যদি এই দলবদল সম্পন্ন হয়, তবে ইউরোপিয়ান ক্লাব আসরে হামজা চৌধুরীকে দেখা যাবে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest