প্রকাশিত: ৭:৫০ পূর্বাহ্ণ, জুন ১২, ২০২৫
বিনোদন ডেস্ক : সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক সময়ের জনপ্রিয় অভিনেতা সমু চৌধুরীর কিছু ছবি ঘুরে বেড়াচ্ছে, যা দেখে হতবাক নেটিজেনরা। ছবিগুলোতে দেখা যায়, ময়মনসিংহের গফরগাঁওয়ের মুখী শাহ্ মিসকিন মাজারের পাশে গামছা পরে এক গাছের নিচে শুয়ে আছেন তিনি।
বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে অসুস্থ অবস্থায় উপজেলার মশাখালী ইউনিয়নের মাজার থেকে তাকে উদ্ধার করে পুলিশ। পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অভিনেতা সমু চৌধুরীকে উদ্ধার করেছে পুলিশ। তিনি কিছুটা অসুস্থ।
এর আগে, বৃহস্পতিবার সকালে মাজারে গামছা পরা অবস্থায় গাছের নিচে উদম গায়ে অচেতন হয়ে শুয়ে থাকা অভিনেতা সমু চৌধুরীর ছবিটি ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই অভিনেতার ছবিটি শেয়ার করে তার বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চান। ছবিটি আসল নাকি কোনো শুটিংয়ের?
বিষয়টি নিশ্চিত হতে ছোটপর্দার অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়। এ সময় নিশ্চিত হওয়া যায়, ঘটনা সত্য—অসুস্থ অবস্থায় গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়নের একটি মাজার থেকে সমু চৌধুরীকে উদ্ধার করা হয়েছে।
সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু ফেসবুক পোস্টে জানান, সমু’দা এখন অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ এর তত্ত্বাবধানে আছেন। খবর পাওয়ার সঙ্গেই সংগঠন থেকে দ্রুত খোঁজখবর নেওয়া হয়েছে। আপাতত তাকে পার্শ্ববর্তী নিরাপদ জায়গায় নিয়ে এসেছি আমরা। ওনার মানসিক ও শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে যতদ্রুত সম্ভব ঢাকায় নিয়ে আসা হবে। তার পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে। সমস্ত প্রক্রিয়াটি অভিনয় শিল্পী সংঘের বিশেষ তত্ত্বাবধানে করা হচ্ছে।
নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন সমু চৌধুরী। ১৯৯৫ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘আদরের সন্তান’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তার। এরপর ‘দোলন চাঁপা’, ‘শত জনমের প্রেম’, ‘মায়ের অধিকার’, ‘দেশ দরদী’, ‘মরণ নিয়ে খেলা’, ‘প্রেমের নাম বেদনা’, ‘যাবি কই’, ‘সুন্দরী বধূ’সহ বেশকিছু ছবিতে অভিনয় করেন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest