যৌতুক হিসেবে কিডনি না দেওয়ায় গৃহবধূকে মারধর

প্রকাশিত: ৯:২৬ পূর্বাহ্ণ, জুন ১১, ২০২৫

যৌতুক হিসেবে কিডনি না দেওয়ায় গৃহবধূকে মারধর

4

আন্তর্জাতিক ডেস্ক : যৌতুক হিসেবে কিডনি চাওয়ার এক চমকপ্রদ এবং ভয়ংকর ঘটনা সামনে এসেছে ভারতের বিহার রাজ্যে। সেখানে পুত্রবধূর কাছে সরাসরি তার কিডনি দাবি করেছেন শ্বশুর-শাশুড়ি। এমন অভিযোগে থানায় মামলা করেছেন ভুক্তভোগী নারী দীপ্তি।

 

মঙ্গলবার (১০ জুন) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালে বিহারের এক পরিবারে দীপ্তির বিয়ে হয়। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন বিভিন্ন ধরনের যৌতুকের জন্য চাপ দিতে থাকেন। টাকা, গয়না, মোটরসাইকেল সবই ছিল তাদের চাহিদার তালিকায়। তবে বিষয়টি আরও ভয়ংকর রূপ নেয়, যখন স্বামীর কিডনি বিকল হওয়ার অজুহাতে দীপ্তির কাছে তার একটি কিডনি দাবি করা হয়।

5

 

পুলিশ জানায়, দীপ্তি কিডনি দিতে অস্বীকার করলে তাকে মারধর করে শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয়। এ ঘটনায় দীপ্তি থানায় স্বামীসহ চারজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ দায়ের করেন।

 

7

তদন্তে জানা যায়, দীপ্তির স্বামীর একটি কিডনি ঠিকমতো কাজ করে না, এ কথা লুকিয়ে রেখে বিয়ে করা হয়। পরে শ্বশুরবাড়ির পক্ষ থেকে নিয়মিত কিডনি দেওয়ার জন্য মানসিক ও শারীরিকভাবে চাপ দেওয়া হতে থাকে।

 

পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পর উভয় পক্ষকে ডেকে সমঝোতার চেষ্টা করা হয়। তবে দীপ্তি স্পষ্টভাবে জানান, তিনি বিবাহবিচ্ছেদ চান। অন্যদিকে, তার স্বামী ডিভোর্স দিতে অস্বীকার করেন।

 

1

বিষয়টি এখনো তদন্তাধীন রয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন।

2

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
3