প্রকাশিত: ৯:২৬ পূর্বাহ্ণ, জুন ১১, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক : যৌতুক হিসেবে কিডনি চাওয়ার এক চমকপ্রদ এবং ভয়ংকর ঘটনা সামনে এসেছে ভারতের বিহার রাজ্যে। সেখানে পুত্রবধূর কাছে সরাসরি তার কিডনি দাবি করেছেন শ্বশুর-শাশুড়ি। এমন অভিযোগে থানায় মামলা করেছেন ভুক্তভোগী নারী দীপ্তি।
মঙ্গলবার (১০ জুন) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালে বিহারের এক পরিবারে দীপ্তির বিয়ে হয়। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন বিভিন্ন ধরনের যৌতুকের জন্য চাপ দিতে থাকেন। টাকা, গয়না, মোটরসাইকেল সবই ছিল তাদের চাহিদার তালিকায়। তবে বিষয়টি আরও ভয়ংকর রূপ নেয়, যখন স্বামীর কিডনি বিকল হওয়ার অজুহাতে দীপ্তির কাছে তার একটি কিডনি দাবি করা হয়।
পুলিশ জানায়, দীপ্তি কিডনি দিতে অস্বীকার করলে তাকে মারধর করে শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয়। এ ঘটনায় দীপ্তি থানায় স্বামীসহ চারজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ দায়ের করেন।
তদন্তে জানা যায়, দীপ্তির স্বামীর একটি কিডনি ঠিকমতো কাজ করে না, এ কথা লুকিয়ে রেখে বিয়ে করা হয়। পরে শ্বশুরবাড়ির পক্ষ থেকে নিয়মিত কিডনি দেওয়ার জন্য মানসিক ও শারীরিকভাবে চাপ দেওয়া হতে থাকে।
পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পর উভয় পক্ষকে ডেকে সমঝোতার চেষ্টা করা হয়। তবে দীপ্তি স্পষ্টভাবে জানান, তিনি বিবাহবিচ্ছেদ চান। অন্যদিকে, তার স্বামী ডিভোর্স দিতে অস্বীকার করেন।
বিষয়টি এখনো তদন্তাধীন রয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest