যে কোনো মূল্যে সিঙ্গাপুরকে হারাতে চান জামাল

প্রকাশিত: ৩:৩৯ পূর্বাহ্ণ, জুন ১০, ২০২৫

যে কোনো মূল্যে সিঙ্গাপুরকে হারাতে চান জামাল

4

স্পোর্টস ডেস্ক : হামজা চৌধুরীর দলে যোগ দেওয়ার পরই ফুটবল নিয়ে আগ্রহ বেড়েছিল। এরপর ভারতের বিপক্ষে মার্চ মাসের ড্র হওয়া ওই ম্যাচের পর থেকেই বাংলাদেশের ফুটবল নিয়ে মানুষের আগ্রহটা উন্মাদনায় রূপ নিয়েছে। সেই বাংলাদেশ আজ সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে। এই ম্যাচে যে কোনো মূল্যে জিততে চাইলেন কোচ হাভিয়ের কাবরেরা।

1

 

ইতালিতে খেলা ফাহামেদুল ইসলাম গত সপ্তাহে ভুটানের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষিক্ত হয়েছেন। এবার দলের সঙ্গে যোগ দিয়েছেন কানাডাভিত্তিক ফুটবলার শামিত সোম। এই ম্যাচেই তার অভিষেক হবে। দলের সম্ভাবনা বাড়ছে, বিকল্পও বেড়েছে। তাই কোচ হাভিয়ের কাবরেরা একমাত্র জয়কেই পাখির চোখ করলেন।

 

1

কাবরেরা বলেন, ‘আমার মনে হচ্ছে এটি খুব প্রতিযোগিতাপূর্ণ ম্যাচ হবে। লক্ষ্য পরিষ্কার – তিন পয়েন্ট পেতে হবে। শীর্ষ দল কোয়ালিফাই করবে, আর চার দলের একমাত্র লক্ষ্যই হচ্ছে চেষ্টা করে কোয়ালিফাই করা। তাই প্রতিটি ম্যাচই কঠিন। আমরা প্রস্তুত এবং বিশ্বাস করি আমরা জিততে পারি।’

1

 

আগের মতো বিদেশে ক্যাম্প না করে এবার দেশের মাটিতেই নয় দিনের প্রশিক্ষণ হয়েছে। এই সময়ে ভুটানের বিপক্ষে ম্যাচ খেলে ২-০ গোলে জিতেছে বাংলাদেশ। কাবরেরার মতে, এই জয় দলের মনোবল বাড়িয়ে দিয়েছে।

 

তবে তিনি মানছেন, ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ২২ ধাপ ওপরে থাকা সিঙ্গাপুরকে হারানো সহজ হবে না। তারা সম্প্রতি মালদ্বীপকে ৩-১ গোলে হারিয়েছে। সেই ম্যাচে ইনজুরি থেকে ফিরে ইখসান ফান্দি জোড়া গোল করেছেন।

 

কাবরেরা বলেন, ‘সিঙ্গাপুর একটি শক্তিশালী দল, বিশেষ করে আক্রমণে। তারা ট্যাকটিক্যালি গুছানো এবং আক্রমণের সময় খুব কার্যকর। তবে আমরা প্রস্তুতি নিয়েছি। আমরা বিশ্বাস করি, দলের কাছে সঠিক তথ্য ও সমাধান পৌঁছে দিতে পেরেছি। সিঙ্গাপুরকে সম্মান করি, কিন্তু আত্মবিশ্বাস আছে যে তিন পয়েন্ট আমরা পেতে পারি।’

 

5

দলের অধিনায়ক জামাল ভুঁইয়াও গণমাধ্যমে আত্মবিশ্বাসের সুরে কথা বলেছেন। তিনি বলেছেন, সিঙ্গাপুরের শক্তিগুলো মোকাবেলার পরিকল্পনা নিয়েছেন তারা। তিনি বলেন, ‘তারা বল ধরে রাখতে পারে এবং পেছন থেকে ভালোভাবে আক্রমণ গড়ে তোলে। মালদ্বীপের বিপক্ষে দুই-তিনটা গোল করেছিল সেট পিস থেকে। আমরা ওদের নিয়ে গবেষণা করেছি এবং কিভাবে মোকাবিলা করবো তা আলোচনা করেছি।’

 

ভক্তদের চাওয়া নিয়ে জামাল বলেন, ‘গত ম্যাচের পর থেকে মানুষ আমাদের নিয়ে অনেক আশা করছে। আগামীকাল সেই আশার প্রতিদান দেওয়ার সময়। আমরা জিততে চাই, ভালো খেলতে চাই। যারা অনেক দূর থেকে এসে আমাদের উৎসাহ দিচ্ছে, তাদের জন্য ভালো কিছু করতে চাই।’

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
4