প্রকাশিত: ১০:১৯ পূর্বাহ্ণ, জুন ৯, ২০২৫
নিউজ ডেস্ক : আমার বাংলাদেশ (এবি পার্টি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান সমালোচনা হলো- রাজনৈতিক দল ও ছাত্রদের মাঝে ঐক্য গড়তে তারা ব্যর্থ হয়েছে। অন্যদিকে, নির্বাচনের সময় ঘোষণায় মিশ্র প্রতিক্রিয়া প্রমাণ করে সরকার এখনো নিরপেক্ষ।
সোমবার (৯ জুন) বিকালে রাণিরহাটে ফেনী সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়ন এবি পার্টি আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এতদিন আলোচনার বিষয়বস্তু ছিল নির্বাচন আদৌ হবে কিনা, কিংবা হলেও সেটা ডিসেম্বর না জুনে? এখন সবার আলোচনা নির্বাচন ডিসেম্বরে না এপ্রিলে? অর্থাৎ যারা এতদিন নির্বাচন হবে কি, হবে না; তা নিয়ে দোলাচলে ছিল, এখন তাদের আলোচনা নির্দিষ্ট হয়েছে নির্বাচনকালীন সুবিধা-অসুবিধা নিয়ে। এভাবে ধীরে ধীরে তর্ক-বিতর্ক ও অবিশ্বাস কমে আসবে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাসহ নতুন বন্দোবস্তের রাজনীতির জন্য ঐকমত্য প্রতিষ্ঠিত হবে।
মজিবুর রহমান মঞ্জু বলেন, ভোটারেরা এক সময় দল ও মার্কা দেখে ভোট দিত। কিন্তু দিনের পর দিন অধিকার বঞ্চিত হয়ে তারা চরমভাবে আশাহত। তাদের উচিত হবে, এখন আর পুরাতন ছকে বাধা না পড়া। মনের মধ্যে যে দল বা মার্কার প্রতি দুর্বলতা থাকুক না কেন তাদের কর্তব্য হবে সমস্যা সমাধানমূলক প্রস্তাবনাকে সমর্থন করা। যে নেতা সবচেয়ে ভালো সমস্যার সমাধান প্রস্তাব করবে তাকেই সমর্থন দেওয়া উচিত।
‘এটাই হবে গণঅভ্যুত্থান ও নতুন রাজনীতির বন্দোবস্ত। বাংলাদেশকে বদলে দিয়ে ঘুরে দাঁড়াবার এ সুযোগ কোনোভাবেই নষ্ট করা যাবে না’।
এবি পার্টি ফেনী জেলার সমাজ কল্যাণ সম্পাদক এবি সিদ্দিকের সভাপতিত্বে সদর উপজেলার যুগ্ম সদস্য সচিব হাফেজ কামরুল হাছানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন চট্রগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল, জেলা আহ্বায়ক মাস্টার আহছান উল্যাহ, ভারপ্রাপ্ত সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল, ফেনী পৌর আহ্বায়ক আবুল কালাম আজাদ সেলিম, সাবেক যুবনেতা মিজান শাহ আলম, সামছুদ্দিন হায়দার মাখন, বিশিষ্ট লেখক ও গবেষক নোমান সাইফুল্লাহ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এবি পার্টি জেলার যুগ্ম আহ্বায়ক মোতাহের হোসেন বাহার, সাংগঠনিক সম্পাদক শাহাদাত সাজু, কোষাধ্যক্ষ মাস্টার শাহ আলম শাহীন সুলতানী, দপ্তর সম্পাদক মীর ইকবাল, প্রচার ও মিডিয়া সম্পাদক হাবীব মিয়াজী, সদস্য কাজী জাহাঙ্গীর আলম লিটন, ফখরুল ইসলাম মুরাদ, মাজহারুল ইসলাম জয়, সদর উপজেলার সদস্য সচিব আবু সাইদ খান, যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম সবুজ, এবি যুবপার্টির আহ্বায়ক শফিউল্যাহ পারভেজ, সদস্য সচিব এসএম ইব্রাহিম সোহাগ, কাজীবাগ ইউনিয়ন আহ্বায়ক মোহাম্মদ ইলিয়াস, সদস্য সচিব আমান উল্যাহ সোহাগ প্রমুখ।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest