প্রকাশিত: ৭:৫০ পূর্বাহ্ণ, জুন ৮, ২০২৫
বিনোদন ডেস্ক : পবিত্র ঈদ উল আযহার আনন্দে মেতেছিলেন দেশের তারকারাও। চাঁদ রাত থেকেই শুরু হয় উৎসবের আমেজ। নতুন সাজ, মেহেদির রঙ, প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তি আর ভক্তদের সঙ্গে মুহূর্ত ভাগাভাগি—সব মিলিয়ে তারকাদের ঈদ ছিল উৎসবমুখর ও ব্যস্ততায় ভরা।
জয়া আহসান
নন্দিত অভিনেত্রী জয়া আহসানের এবারের ঈদ ছিল ব্যতিক্রমী। কারণ, বহুদিন পর ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত কোনো সিনেমা। শাকিব খানের সঙ্গে ‘তাণ্ডব’ নামে সিনেমাটি দেখার জন্য দর্শকরাও অনেকদিন থেকে মুখিয়ে ছিলেন। দর্শকদের সঙ্গে সিনেমা দেখতে ও মতবিনিময়ে হাজির হন তিনি প্রেক্ষাগৃহে। ঈদের আগে চাঁদরাতে লাবণ্যময়ী রূপে কিছু ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘চাঁদরাত’, সঙ্গে চাঁদের ইমোজিও জুড়ে দেন।
পূজা চেরি
চিত্রনায়িকা পূজা চেরির কাছেও এবারের ঈদটা ছিল বিশেষ। কারণ, মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি ‘টগর’, যেখানে তিনি ‘জয়িতা’ চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদের বিপরীতে। চাঁদরাতে হাতে মেহেদিতে নিজের সিনেমার নাম ও চরিত্র লিখে সাজে ছবি পোস্ট করেন। ঈদের দিন শাড়ি পরা ছবিতে ভক্তদের শুভেচ্ছা জানান এই নায়িকা।
আজমেরি হক বাঁধন
নন্দিত অভিনেত্রী আজমেরি হক বাঁধন ঈদে ছিলেন ব্যস্ততমদের একজন। তার অভিনীত ‘এশা মার্ডার’ ছবি ছিল আলোচনায়। প্রেক্ষাগৃহে দর্শকদের সঙ্গে দেখা, সংবাদমাধ্যমে কথা বলা এবং সবুজ পোশাকে ঈদের শুভেচ্ছা—সব মিলিয়ে বাঁধনের ঈদ কেটেছে কর্মমুখরভাবে।
তাসনিয়া ফারিণ
টেলিভিশনের গণ্ডি পেরিয়ে এখন বড় পর্দার নায়িকা তাসনিয়া ফারিণ। এবার ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘ইনসাফ’, যেখানে তার বিপরীতে আছেন শরিফুল রাজ। শাড়িতে সেজে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘ঈদ মোবারক সবাইকে, দেখা হচ্ছে প্রেক্ষাগৃহে ইনসাফের সঙ্গে।’
অপু বিশ্বাস
সিনেমা থেকে কিছুটা দূরে থাকলেও মডেলিং নিয়ে ব্যস্ত আছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ঈদের দিন শাড়িতে ছবি শেয়ার করে জানান ঈদের শুভেচ্ছা। কোরবানির ঈদে সাধারণত তিনি ছাগল কোরবানি দেন, তবে এবার তেমন কিছু জানা যায়নি। এক ফেসবুক পোস্টে লেখেন, ‘ঈদের পবিত্রতা ছড়িয়ে যাক সবার হৃদয়ে। ঈদ মোবারক।’




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest