সিলেটে কোরবানি দিতে গিয়ে আহত ৮০ জন

প্রকাশিত: ১০:২১ পূর্বাহ্ণ, জুন ৭, ২০২৫

সিলেটে কোরবানি দিতে গিয়ে আহত ৮০ জন

3

নিউজ ডেস্ক : সিলেটের বিভিন্ন এলাকায় কোরবানির পশু জবাইয়ের সময় দুর্ঘটনায় আহত হয়ে কমপক্ষে ৮০ জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

 

শনিবার (৭ জুন) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত এই সংখ্যা হাসপাতালে ভর্তি হন বা চিকিৎসা নেন। আহতদের মধ্যে কেউ ষাঁড়ের গুতোয়, কেউবা ধারালো ছুরি বা দা দিয়ে মাংস কাটতে গিয়ে আঘাতপ্রাপ্ত হন।

 

5

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ক্যাজুয়ালটি ইউনিট জানিয়েছে, আহতদের মধ্যে ২৬ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

 

মিরাবাজার এলাকার বাসিন্দা আব্দুল হাকিম বলেন, সকালে আমরা কয়েকজন মিলে গরু কোরবানির প্রস্তুতি নিচ্ছিলাম। পাঁচজন ধরে রাখা অবস্থায় হঠাৎ গরুটি লাফিয়ে ওঠে। এসময় দুজন গরুর রশি ছেড়ে দিলে পাশেই থাকা একজনের ধারালো দা আমার হাতে লাগে। কেটে প্রচুর রক্ত বের হয়।

7

 

পাঠানটুলা এলাকার বাসিন্দা রহিম উদ্দিন বলেন, কোরবানির মাংস কাটার সময় হাত ফসকে ছুরির আঘাতে আমার বাম পা কেটে যায়। প্রচুর রক্তক্ষরণ হয়।

6

 

8

হাসপাতালের উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী জানান, গুরুতর আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং আশা করা যাচ্ছে তারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
5