প্রকাশিত: ৭:৫২ পূর্বাহ্ণ, জুন ৫, ২০২৫
নিউজ ডেস্ক : ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী অঞ্চলে দুইটি যাত্রীবাহী বাসের মাঝে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দুই বাসের চালকসহ অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। এক চালককে বাসের অংশ কেটে বের করতে হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মহাসড়কের চেরাগআলী এলাকায় বিআরটি প্রকল্পের উড়াল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আব্দুর রহিম (২০), সেফালী (৪০), মাজেদুর রহমান (৩২), নুরুননাহার (৪০) আব্দুর রহমান (৪০), তানজিলা আক্তার (৩০) জেসমিন আক্তার (২৪) ও বাকের হোসেনের (২০) নাম জানা গেছে। বাকিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী নবাব সরকার পরিবহণের একটি বাসের সঙ্গে টাঙ্গাইলগামী সোনিয়া পরিবহণের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটো সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুই চালকসহ তিনজনের অবস্থা গুরুতর।
গাজীপুর মেট্রোপলিটন ট্রাফিক বিভাগের উপ কমিশনার আশরাফুল ইসলাম বলেন, আটকে যাওয়া এক চালককে বাসের অংশ কেটে বের করতে হয়েছে। বাস দুটি ঘটনাস্থল থেকে সরানো হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest