প্রকাশিত: ৯:৪৯ পূর্বাহ্ণ, জুন ৩, ২০২৫
নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী ডিক স্কোফ। ফাইল ছবি
আন্তর্জাতিক ডেস্ক : নেদারল্যান্ডসের ক্ষমতাসীন জোট সরকার থেকে সরে গেছে গির্ট উইলডার্সের দল পিভিভি। এর ফলে দেশটির সরকার ভেঙে পড়েছে। এর কয়েক ঘণ্টার মধ্যেই ডাচ প্রধানমন্ত্রী ডিক স্কোফ পদত্যাগের ঘোষণা দিয়েছেন। খবর বিবিসির।
তিনি জানিয়েছেন, আজকের মধ্যেই তিনি রাজা উইলেম-আলেক্সান্ডারের কাছে মন্ত্রিসভার পদত্যাগপত্র জমা দেবেন।
একটি জরুরি মন্ত্রিসভা বৈঠকের পর স্কোফ বলেন, উইলডার্সের সিদ্ধান্ত দুঃখজনক ও অপ্রয়োজনীয়। এটা হওয়া উচিত ছিল না।
এর আগে উইলডার্স সাংবাদিকদের বলেন, আমি নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী হতে চাই এবং আগামী নির্বাচনে পিভিভিকে আরও বড় করতে চাই।
জোট ভাঙার আগে উইলডার্স সরকারকে শরণার্থীসংক্রান্ত ১০টি কড়াকড়ি নিয়ম চালুর দাবি করেছিলেন। এর মধ্যে ছিল—আশ্রয় আবেদন বন্ধ রাখা, নতুন আশ্রয়কেন্দ্র তৈরি না করা এবং পরিবার রিইউনিয়ন সীমিত করা।
তবে তার এ দাবিগুলো মেনে নেয়নি সরকার। এরপর তিনি জোট ছাড়ার সিদ্ধান্ত নেন। বলেন, আমাদের শরণার্থী পরিকল্পনায় সই হয়নি, তাই পিভিভি জোট থেকে সরে যাচ্ছে।
এখন সরকারের মন্ত্রীরা একটি তত্ত্বাবধায়ক সরকারের মতো কাজ চালিয়ে যাবেন যতদিন না নতুন নির্বাচন হয়। চলতি মাসেই নেদারল্যান্ডসে ন্যাটো সম্মেলন হওয়ার কথা রয়েছে।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest