সাংবাদিকদের ভিড় দেখে অবাক অধিনায়ক

প্রকাশিত: ৯:৪৫ পূর্বাহ্ণ, জুন ৩, ২০২৫

সাংবাদিকদের ভিড় দেখে অবাক অধিনায়ক

7

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরি বাংলাদেশে আসার পর থেকে অন্যরকম আবহ। সাধারণ ফুটবলপ্রেমীদের মতোই গণমাধ্যমেও দেশের ফুটবলের প্রতি বাড়তি আগ্রহ।

 

আগামীকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাই পূর্ববর্তী প্রীতি ম্যাচে অংশ নিবে বাংলাদেশ-ভুটান। সেই ম্যাচ উপলক্ষ্যে আজ বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সংবাদ সম্মেলন কক্ষে আসনের চেয়ে অধিক সংখ্যক সাংবাদিক উপস্থিত হওয়ায় অনেকেই ফ্লোরে বসেন।

2

 

1

সাংবাদিকদের এমন পরিস্থিতি দেখে নিজেই ছবি ও ভিডিও করে রাখেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। আগামীকালের ম্যাচ নিয়ে প্রাথমিক বক্তব্যের পর জামালের কাছে মিডিয়ার উপচে পড়া ভিড় ও সাংবাদিকদের এমন অবস্থা নিয়ে তার প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়।

7

 

অধিনায়ক বলেন, ‘এখানে বলা উচিৎ, আরও চেয়ার কেনা উচিৎ বাফুফের। আজকে প্রথম আমি এত সাংবাদিক দেখছি। যা দেখে ভালো লাগছে, কিন্তু কষ্ট লাগছে আপনারা নিচে বসেছেন দেখে।’

 

জাতীয় ফুটবল দলের অধিনায়কের কষ্ট লাগলেও বাফুফের দায়িত্বশীল ব্যক্তিদের অবশ্য এতে খুব বেশি কিছু যায়-আসে না। সম্মেলন কক্ষে আসন সংকট ও সাংবাদিকবান্ধব পরিবেশ নেই যে এটা দীর্ঘদিন থেকে বলে আসলেও কোনো সমাধান হয়নি। বাফুফের নবনির্বাচিত মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবুকে সাংবাদিকরা পান না প্রয়োজনীয় সময়ে।

6

 

সম্মেলন কক্ষের মতো সাংবাদিকদের ভিড় ছিল জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের অনুশীলন কাভারেও। স্টেডিয়ামে প্রবেশ নিয়ে ধাক্কাধাক্কি ও বাকবিতণ্ডা হয়।

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
6