প্রকাশিত: ৯:৪৫ পূর্বাহ্ণ, জুন ৩, ২০২৫
স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরি বাংলাদেশে আসার পর থেকে অন্যরকম আবহ। সাধারণ ফুটবলপ্রেমীদের মতোই গণমাধ্যমেও দেশের ফুটবলের প্রতি বাড়তি আগ্রহ।
আগামীকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাই পূর্ববর্তী প্রীতি ম্যাচে অংশ নিবে বাংলাদেশ-ভুটান। সেই ম্যাচ উপলক্ষ্যে আজ বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সংবাদ সম্মেলন কক্ষে আসনের চেয়ে অধিক সংখ্যক সাংবাদিক উপস্থিত হওয়ায় অনেকেই ফ্লোরে বসেন।
সাংবাদিকদের এমন পরিস্থিতি দেখে নিজেই ছবি ও ভিডিও করে রাখেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। আগামীকালের ম্যাচ নিয়ে প্রাথমিক বক্তব্যের পর জামালের কাছে মিডিয়ার উপচে পড়া ভিড় ও সাংবাদিকদের এমন অবস্থা নিয়ে তার প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়।
অধিনায়ক বলেন, ‘এখানে বলা উচিৎ, আরও চেয়ার কেনা উচিৎ বাফুফের। আজকে প্রথম আমি এত সাংবাদিক দেখছি। যা দেখে ভালো লাগছে, কিন্তু কষ্ট লাগছে আপনারা নিচে বসেছেন দেখে।’
জাতীয় ফুটবল দলের অধিনায়কের কষ্ট লাগলেও বাফুফের দায়িত্বশীল ব্যক্তিদের অবশ্য এতে খুব বেশি কিছু যায়-আসে না। সম্মেলন কক্ষে আসন সংকট ও সাংবাদিকবান্ধব পরিবেশ নেই যে এটা দীর্ঘদিন থেকে বলে আসলেও কোনো সমাধান হয়নি। বাফুফের নবনির্বাচিত মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবুকে সাংবাদিকরা পান না প্রয়োজনীয় সময়ে।
সম্মেলন কক্ষের মতো সাংবাদিকদের ভিড় ছিল জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের অনুশীলন কাভারেও। স্টেডিয়ামে প্রবেশ নিয়ে ধাক্কাধাক্কি ও বাকবিতণ্ডা হয়।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest